শিরোনাম
বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭ ০০:০০ টা

খালেদার ভিশন ফাঁকা প্রতিশ্রুতির ফাঁপানো বেলুন

—আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভিশন-২০৩০ একটি ফাঁকা প্রতিশ্রুতির ফাঁপানো রঙিন বেলুন। এই বেলুন অচিরেই চুপসে যাবে। খালেদা জিয়ার এই রূপকল্প জাতির সঙ্গে একটি তামাশা ও প্রতারণা ছাড়া আর কিছুই নয় বলে অভিযোগ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিএনপি নেত্রীর ভিশন-২০৩০ ঘোষণার পর প্রতিক্রিয়া জানাতে সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দলের পক্ষে সংবাদ সম্মেলন করে দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ অভিযোগ করেন। তিনি বলেন, আওয়ামী লীগের আইডিয়া চুরি করে জাতিকে সবক দিয়েছেন বিএনপি নেত্রী। ভিশন-২০৩০ একটি মেধাহীন, অন্তঃসারশূন্য, দ্বিচারিতাপূর্ণ ও জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলের প্রলাপ ছাড়া কিছুই নয়। প্রকৃতপক্ষে বিএনপির ভিশন হচ্ছে হাওয়া ভবন বানিয়ে লুটপাট, দুর্নীতি আর এতিমের টাকা মেরে খাওয়ার ভিশন। তাদের ভিশন যুদ্ধাপরাধীদের রক্ষার ভিশন, সন্ত্রাসবাদ কায়েমের ভিশন, দেশ বিক্রির ভিশন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়া অনেক বিষয়ে উপস্থাপন করেছেন যেগুলো ইতিমধ্যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়িত হয়েছে এবং চলমান রয়েছে। তাদের কাছে সততার বুলি, বিচারহীনতার সংস্কৃতি, মানবাধিকার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার কথা শ্রবণ জাতির জন্য খুবই অপমানজনক। জিয়াউর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে বাংলাদেশে বিচারহীনতার নজির স্থাপন করেছিলেন। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত চেতনা ও মূল্যবোধকে জলাঞ্জলি দিয়ে বাংলাদেশের সংবিধানের চরিত্র পরিবর্তন করেছিলেন। আজকে তারা ঠিক একই কায়দায় বাংলাদেশের সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করে দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে চায়। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা ভারত নয়। ভৌগোলিক আয়তনের দিক বিবেচনায় বাংলাদেশ একটি ছোট রাষ্ট্র। এখানে কোনো প্রদেশ নেই যে, এখানে একটি ফেডারেল গভর্নমেন্ট কার্যকর আছে। এটা স্বয়ং বিএনপির স্থায়ী কমিটি বৈঠকেও মতবিরোধ হয়েছে। আজকে খালেদা জিয়া দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট দাবির মাধ্যমে আমাদের সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করতে চান। আমি তাকে প্রশ্ন করতে চাই, বাংলাদেশের ভৌগোলিক ও রাজনৈতিক বাস্তবতা সত্ত্বেও তিনি এ ধরনের ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে কাদের খুশি করতে চান?  সংসদকে কার্যকর করা হবে-বিএনপি নেত্রীর এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, তিনি তো বিরোধীদলীয় নেতা থাকতে মাত্র ১০ দিন সংসদে গিয়েছিলেন। তার মুখে সংসদ কার্যকরের কথা মানায় না। তিনি বরাবরের ন্যায় এবারও যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গ এড়িয়ে গেছেন।  ওবায়দুল কাদের অভিযোগ করেন, পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বিএনপি নেত্রী মায়াকান্না করেছেন। তাকে প্রশ্ন করতে চাই- আপনার তথাকথিত অবরোধের জন্য আপনার দলের নেতা-কর্মীরা যখন ২৮ জন পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা করেছিলেন তখন আপনার ভিশন কী ছিল? ২০১৩ থেকে ২০১৫ সালের সময় অবরোধের নামে বোমা মেরে মানুষ ও পুলিশ হত্যা, সম্পদহানিসহ নাশকতা, নৃশংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির ইতিহাস নেতিবাচক রাজনীতির ইতিহাস; হত্যা, ক্যু, ষড়যন্ত্রের রাজনীতির স ষ্টা বিএনপি। তাদের আন্দোলন করার মতো শক্তিমত্তা জঙ্গি ও সন্ত্রাসবাদের পদতলে দলিত হয়ে গেছে। ভিশন-২০৩০ সাল পর্যন্ত পৌঁছার পথ তাদের জন্য খোলা নেই। বেগম জিয়া ‘ভিশন-২০৩০’ বলে যে কর্মপরিকল্পনার কথা বলেছেন এসবের অনেক কিছুই আওয়ামী লীগ অনেক আগেই ‘ভিশন-২০২১’-এ দিয়েছে। তিনি বলেন, ইতিহাস বলে এ দেশের জনগণকে স্বপ্ন দেখিয়েছে ভিশনারি আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ স্বপ্ন দেখিয়ে জাতিকে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ দিয়েছে। সংবিধান দিয়েছে। দেশকে মধ্যম আয়ে নেওয়ার স্বপ্ন ‘ভিশন-২০২১’ দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে দেশ নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। প্রবৃদ্ধির বর্তমান ধারায় শিগগিরই আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হব। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, হাছান মাহমুদ, আবদুস সোবহান গোলাপ, আফজাল হোসেন, শামসুন্নাহার চাপা, দেলোয়ার হোসেন, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আনোয়ার হোসেন, মারুফা আকতার পপি, ইকবাল হোসেন অপু, গোলাম কবির রাব্বানী চিনু প্রমুখ।

সর্বশেষ খবর