বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭ ০০:০০ টা

বিনা বিচারে বন্দীর সংখ্যা বাড়ছে

প্রতিদিন ডেস্ক

বিনা বিচারে বন্দীর সংখ্যা বাড়ছে

কাজী রিয়াজুল হক

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, দিন দিন বিনা বিচারে বন্দীর সংখ্যা বাড়ছে। অনিষ্পন্ন মামলার কারণেই এ পরিস্থিতির সৃষ্টি। এতে মানবাধিকার লঙ্ঘনের পাশাপাশি সরকারের আর্থিক গচ্ছাও যাচ্ছে।

তিনি গতকাল খুলনা জেলা কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। জেল সুপার কামরুল ইসলামসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। কাজী রিয়াজুল হক বলেন, ‘দীর্ঘদিন ধরে মামলা অনিষ্পন্ন রয়ে যাচ্ছে। ঢাকায় বাবুল নামে একজনের সর্বোচ্চ সাজা ছিল ১৪ বছর, কিন্তু সে ২৫ বছর ধরে জেলখানায় ছিল। পরে কোর্ট থেকে যখন মামলাটি ডিস্পোজাল হলো, সে নিরপরাধ হিসেবে খালাস পেয়ে গেল। বিনা বিচারে একটা মানুষ, সে তো দোষী হলো না কিন্তু তাকে এতদিন জেল খাটতে হলো।’

মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেন, ‘খুলনা জেলে ধারণক্ষমতা ৬০৮ জনের, আর সেখানে বন্দী এক হাজার ৩৪৫ জন। এর মধ্যে ৩০০ জন সাজাপ্রাপ্ত।’

সর্বশেষ খবর