শনিবার, ১৩ মে, ২০১৭ ০০:০০ টা

শপথ নিলেন কুমিল্লা সিটি মেয়র সাক্কু

নিজস্ব প্রতিবেদক

শপথ নিলেন কুমিল্লা সিটি মেয়র সাক্কু

শপথের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করেন মনিরুল হক সাক্কু

দ্বিতীয় মেয়াদে শপথ নিলেন কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র মনিরুল হক সাক্কু। প্রধানমন্ত্রীর কার্যালয়ে গত বৃহস্পতিবার শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেরুন রঙের পাঞ্জাবি পরিহিত বিএনপি নেতা শপথবাক্য পড়ার পর পাশে দাঁড়ানো প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করেন। এ নিয়ে বিএনপির ভিতরে-বাইরে তোলপাড় শুরু  হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও চলছে নানা আলোচনা-সমালোচনা। শপথ অনুষ্ঠানে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক উপস্থিত ছিলেন। পরে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রীর কাছ থেকে শপথ নেন কুমিল্লার নবনির্বাচিত ২৯ জন কাউন্সিলর। মেয়র সাক্কুও উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মনিরুল হক সাক্কু গত ৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশনের ভোটে ক্ষমতাসীন দলের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন। এর দুই সপ্তাহ পর গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এর মধ্যে জ্ঞাতআয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের এক মামলায় মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে ঢাকার আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হলে তিনি আত্মসমর্পণ করে জামিন নেন।

সর্বশেষ খবর