রবিবার, ১৪ মে, ২০১৭ ০০:০০ টা

রেললাইনে মেয়েকে নিয়ে ঝাঁপ দিলেন মা

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় সদর উপজেলার বকুলতলায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে প্রতিবন্ধী শিশুকে নিয়ে এক মা আত্মহত্যা করেছেন। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। জানা গেছে, ট্রেনে কাটা পড়া মায়ের নাম শ্যামলী বসাক (২২) এবং প্রতিবন্ধী শিশুর নাম মণি বসাক (২)। তাদের বাড়ি আটোয়ারী উপজেলার   বারো আউলিয়া গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, পার্বতীপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী চলন্ত ট্রেনটির নিচে মা শিশুটিকে ফেলে দিয়ে নিজেও ঝাঁপিয়ে পড়েন। ঘটনাস্থলেই তারা নিহত হন। পরে শ্যামলী বসাকের বাবা অরুণ বসাক জানিয়েছেন, তিন বছর আগে ঠাকুরগাঁওয়ের রাজাগাঁও ইউনিয়নের রুহিয়া আসানপুরের প্রদীপ সেনের সঙ্গে শ্যামলী বসাকের বিয়ে হয়েছিল। এক বছর যেতে না যেতেই নির্যাতনের শিকার হয়ে গর্ভাবস্থায় বাপের বাড়ি ফিরে আসেন শ্যামলী। দুই বছর আগে তিনি প্রতিবন্ধী সন্তানের জন্ম দেন। এরপর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাকে আর গ্রহণ করতে অস্বীকৃতি জানান। এ নিয়ে পঞ্চগড় জজ কোর্টে একটি মামলাও বিচারাধীন রয়েছে। অরুণ বসাক আরও জানান, শিশুটির চিকিৎসার জন্য প্রতি সপ্তাহেই জেলা শহরের প্রতিবন্ধী হাসপাতালে যাচ্ছিলেন শ্যামলী। গতকালও সন্তানের চিকিৎসার কথা বলে তিনি বের হন। তার ধারণা, পারিবারিক কলহের কারণেই শিশুকন্যাকে নিয়ে শ্যামলী আত্মহত্যা করেছেন।

সর্বশেষ খবর