সোমবার, ১৫ মে, ২০১৭ ০০:০০ টা
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা

আবারও আদালত পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে চলমান জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আবারও বিচারিক আদালত পরিবর্তনের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। গতকাল বিচারপতি  মো. শওকত হোসেন এবং বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী এ জে  মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন ও বদরুদ্দোজা বাদল। অপরদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। পরে বদরুদ্দোজা বাদল জানান, বিচারিক আদালত পরিবর্তনের আবেদন হাই কোর্ট মঞ্জুর করেছে। তবে স্থানান্তরিত আদালত কোনটি হবে তা উল্লেখ করা হয়নি। পরে জানিয়ে দেওয়া হবে। মামলাটি ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কামরুল হোসেন মোল্লার আদালতে বিচারাধীন ছিল। এর আগে ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এ মামলার বিচারের দায়িত্বে থাকলেও খালেদার অনাস্থার আবেদনে ৮ মার্চ বিচারক বদল করে কামরুল হোসেন মোল্লাকে দায়িত্ব  দেয় হাই কোর্ট। এরপর ২৬ এপ্রিল খালেদার আইনজীবী জাকির হোসেন ভুঁইয়া সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন। জাকির সাংবাদিকদের বলেন, বর্তমানে এ মামলার যিনি বিচারক, তিনি ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত দুদকের আইন শাখার পরিচালক ছিলেন। এ মামলার বিষয়ে বিভিন্ন সময়ে তিনি দুদককে মতামত দিয়েছেন। তার কাছে খালেদা জিয়া ন্যায়বিচার পাবেন বলে মনে করেন না। এর আগে খালেদা জিয়া ১৩ এপ্রিল আত্মপক্ষ সমর্থনের নির্ধারিত দিনে জজ আদালতে হাজির হলে তার আইনজীবীরা বিচারকের প্রতি অনাস্থা প্রকাশ করেন। পরে আদালত ওই আবেদন নাকচ করে। এরপর খালেদার আইনজীবীরা আদালত পরিবর্তনের নির্দেশনা চেয়ে হাই কোর্টে আবেদন করেন। জিয়া অরফানেজ ট্রাস্টে দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রাজধানীর রমনা থানায় দুদক এ মামলা দায়ের করে। এতে এতিমদের সহায়তার উদ্দেশে একটি বিদেশি ব্যাংক  থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয়। তদন্ত শেষে দুদক ২০০৯ সালের ৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর