মঙ্গলবার, ১৬ মে, ২০১৭ ০০:০০ টা
দলীয় এমপিদের প্রধানমন্ত্রী

জনপ্রিয়তা না থাকলে মনোনয়ন পাবেন না

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী সংসদ নির্বাচনে এমপিদের মনোনয়ন নিশ্চিত এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই। এলাকার মানুষের সঙ্গে সংশ্লিষ্টতা নেই এমন কেউ  আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন পাবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। গতকাল মন্ত্রিসভা বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রধানমন্ত্রী বলেছেন জনবিচ্ছিন্ন এমপিরা আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাবেন না। এলাকায় না গেলে, জনগণের সঙ্গে সম্পৃক্ত না থাকলে কাউকে মনোনয়ন দেওয়া হবে না।  বৈঠক সূত্র জানায়, শেখ হাসিনা বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০১৪ সালের নির্বাচনের মতো হবে না। এবার যারা এমপি আছেন আগামীতেও তারা সবাই দলের মনোনয়ন পাবেন এটা যদি কেউ মনে করেন সেটা ভুল হবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে হলে ভালোভাবে কাজ করতে হবে। জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে হবে। সরকারের উন্নয়নমূলক কাজ ভালোভাবে তুলে ধরে ভোটারদের আকৃষ্ট করতে হবে। তিনি দলীয় এমপিদের সতর্ক করে বলেছেন, যারা নিজের নির্বাচনী এলাকায় যান না, জনগণের সঙ্গে, দলের তৃণমূল নেতা-কর্মীর সঙ্গে সম্পর্ক রাখেন না, যোগাযোগ রাখেন না তারা দলের মনোনয়ন পাবেন না। প্রধানমন্ত্রী সবাইকে এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। বৈঠক সূত্র জানায়, প্রধানমন্ত্রী বলেছেন বিএনপি যে ভিশন-২০৩০ দিয়েছে সেটি আওয়ামী লীগকে অনুকরণ করে করেছে। এখানে নতুন কিছু নেই। তারা যে ভিশন দিয়েছে সেটা তো আমাদের ফলো করে দিয়েছে। এ কথা বলার পাশাপাশি প্রধানমন্ত্রী দলীয় মন্ত্রী ও এমপিদের কর্মকাণ্ড সরকারের উন্নয়ন জনগণের মাঝে ভালোভাবে তুলে ধরা এবং সংগঠনকে শক্তিশালী করে নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশনা দেন।

সর্বশেষ খবর