মঙ্গলবার, ১৬ মে, ২০১৭ ০০:০০ টা

প্রসিকিউটরদের নির্মূল কমিটির সভায় যাওয়া অসদাচরণ

প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কিছু প্রসিকিউটর একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভায় গিয়ে মিসকন্ডাক্ট বা অসদাচরণ করেছেন। মানবতাবিরোধী অপরাধী জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায়ের কিছু অংশে প্রসিকিউটরদের নিয়ে করা মন্তব্য বাদ দেওয়ার আবেদন উত্থাপিত হলে গতকাল প্রধান বিচারপতি এ মন্তব্য করেন। আইনজীবী এ এম আমিন উদ্দিন আবেদনটি আদালতে উপস্থাপন করেন। এ সময় প্রধান বিচারপতি বলেন, কিছু নন-প্র্যাকটিসিং ল’ইয়ার প্রসিকিউটর হয়েছেন। কিছু প্রসিকিউটর একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভায়ও যান। যাদের (নির্মূল কমিটি) পলিটিক্যাল এজেন্ডা রয়েছে। তারা (প্রসিকিউটর) কিন্তু মিসকন্ডাক্ট (অসদাচরণ) করেছেন। তারা পাবলিক প্রসিকিউটরের পজিশন বোঝেন না।

সর্বশেষ খবর