বুধবার, ১৭ মে, ২০১৭ ০০:০০ টা

আজ নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

মেজবাহ্-উল-হক

ত্রিদেশীয় সিরিজ নিয়ে খুব একটা উত্তেজনা নেই। বাংলাদেশ দলও চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবেই নিয়েছে সিরিজটিকে। তবে র‌্যাঙ্কিংয়ের কথা চিন্তা করলে মহাগুরুত্বপূর্ণ এই সিরিজটি। বাংলাদেশের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গেছে। আজ দ্বিতীয় ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে।

আয়ারল্যান্ডের ডাবলিনে কিউইদের বিরুদ্ধে মাঠে নামার সময় নিশ্চয়ই টাইগারদের মনে পড়বে সাড়ে চার মাস আগের কথা! গত বছরের শেষ দিনে নিউজিল্যান্ডের মাটিতে হোয়াইওয়াশ হয়েছিল বাংলাদেশ। টানা দুই      বছর দুর্দান্ত খেলার পর নিউজিল্যান্ডে গিয়ে হঠাৎ পথভ্রষ্ট হয়ে যায় মাশরাফিরা। সেই স্মৃতি কি আজ টাইগারদের তাঁতিয়ে দেবে? যতই বলা হোক এটি প্রস্তুতি সিরিজ, কিন্তু আজ ডাবলিনে প্রতিশোধের নেশায় মাঠে নামবে বাংলাদেশ। মজার বিষয় হচ্ছে, সব শেষ সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সব ম্যাচে হারলেও আজ ফেবারিটের তকমা গায়ে জড়িয়েই খেলতে নামছেন মাশরাফিরা। অভিজ্ঞায় এই নিউজিল্যান্ড দলের চেয়ে অনেক এগিয়ে বাংলাদেশ। ব্লাক ক্যাপসদের যে দলটি আজ খেলবে সেখানে নিয়মিত দলের বেশির ভাগ ক্রিকেটারই নেই। আইপিএলের কারণে তারকা ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছে ক্রিকেট নিউজিল্যান্ড। তা ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড তাদের রিজার্ভ বেঞ্চের শক্তিমত্তা দেখে নিচ্ছেন। এই দলে তারকা ক্রিকেটারদের মধ্যে রয়েছেন কেবল রস টেলর। তবে যারা খেলছেন তাদেরও ছোট করে দেখার উপায় নেই। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ঠিকই দাপটের সঙ্গে জয় তুলে নিয়েছে। তারপরও আজ যদি বাংলাদেশ তাদের স্বাভাবিক খেলা প্রদর্শন করতে পারে তবে কিউইদের জয়ের সম্ভাবনা নেই। ক্রিকেট বিশ্লেষকদের মতে, ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে টাইগাররা তাদের সেরা দলটি নিয়ে আয়ারল্যান্ড গেছে। সিমিং কন্ডিশনে বাংলাদেশ দলে রয়েছেন সেরা চার পেসার— মাশরাফি, মুস্তাফিজ, তাসকিন, রুবেল। চারজনের বোলিংয়ের ধরনও আলাদা। মাশরাফির ইনসুইং ও নিয়ন্ত্রিত লাইনলেন্থ, মুস্তাফিজের কাটার-স্লোয়ার-ইয়র্কার, তাসকিনের বাউন্সার আর রুবেলের নিখুত ইয়র্কারের সঙ্গে সুইং। তা ছাড়া গতি দিয়েও ব্যাটসম্যানদের তটস্থ করে রাখার ক্ষমতা রয়েছে তাসকিন-রুবেলের। দুই বোলারই ১৪৫ কিমি বেশি গতিতে বোলিং করতে পারেন। সব মিলে আয়ারল্যান্ডের কন্ডিশনে আদর্শ বোলিং আক্রমণ বাংলাদেশের। টাইগারদের ব্যাটিং লাইনআপও অনেক লম্বা। একাদশের আটজনই ব্যাটসম্যান। আইরিশদের বিরুদ্ধে প্রথম ম্যাচে মহাবিপর্যয়ে পড়ার পরও তামিম ও মাহমুদুল্লাহর দৃঢ়তায় ব্যাটে ঘুরে দাঁড়ানোর বিষয় দলকে আত্মবিশ্বাসী করে তোলে। কেননা খাদের কিনারে যাওয়ার পরও সেখান থেকে উঠে আসার সামর্থ্য বাংলাদেশের আছে। তবে প্রথম ম্যাচের চেয়ে আজ বাংলাদেশ দলের আত্মবিশ্বাসের গ্রাফটা অনেক উপরে, কেননা এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক মাশরাফি!

সর্বশেষ খবর