বুধবার, ১৭ মে, ২০১৭ ০০:০০ টা

জাপার প্রার্থীও নেই কর্মীও নেই

নিজস্ব প্রতিবেদক

জাপার প্রার্থীও নেই কর্মীও নেই

জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টির ভিশন বর্তমান অবস্থার পরিবর্তন। প্রাদেশিক সরকার গঠন। সুশাসন প্রতিষ্ঠা। নিরাপত্তা নিশ্চিত করা। সুষ্ঠু নির্বাচন পদ্ধতি প্রতিষ্ঠা। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য অনেক পদ্ধতিই পরিবর্তন করা হয়েছে। কিন্তু কোনো পদ্ধতিই গ্রহণযোগ্য হচ্ছে না। গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি না হলে সুষ্ঠু নির্বাচন হবে না। আর গণতান্ত্রিক পরিবেশ এখনো তৈরি হয়নি। গতকাল রাজধানীর একটি কনভেনশন সেন্টারে জাপা ঢাকা মহানগর উত্তরের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, নূর-ই-হাসনা লিলি চৌধুরী, মেজর (অব.) মো. খালেদ আখতার, নগর উত্তরের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সেন্টু, যুব সংহতির সাধারণ সম্পাদক ফখরুল আহসান শাহজাদা প্রমুখ। এইচ এম এরশাদ নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, সারা দেশে নির্বাচনী হাওয়া বইছে। প্রধানমন্ত্রী নৌকার জন্য ভোট চাইছেন। আগামী নির্বাচনে মানুষ লাঙ্গলে ভোট দেওয়ার জন্য কেন্দ্রে আসবে। কিন্তু আমরা ভোট কেন্দ্র প্রটেকশন দিতে পারব কিনা তা নিয়ে সংশয় আছে। প্রটেকশন দেওয়ার মতো কর্মী বাহিনী তৈরি করতে হবে।  সাবেক এ রাষ্ট্রপতি বলেন, সারা দেশে সামাজিক অস্থিরতা বিরাজ করছে। দেশে কর্মসংস্থান নেই। কর্মের জন্য অবৈধভাবে বিদেশগামী হয়ে মানুষ মৃত্যুর মুখোমুখি হচ্ছে। দেশের বেশিরভাগ মানুষই ভালো নেই। দলের সাংগঠনিক দুর্বলতার কথা স্বীকার করে এরশাদ বলেন, আমাদের প্রার্থী নেই, কর্মী নেই। ঢাকার ১৮টি আসনের মধ্যে ২/৩টার বেশি আসনে আমাদের প্রার্থী নেই। এ বয়সেও আমি সারা দেশ ঘুরে বেড়াচ্ছি। আমরা যদি আমাদের দুর্বলতার দিকগুলো কাটিয়ে উঠতে পারি তাহলে আমরাও শক্তিশালী হতে পারব। তিনি বলেন, জোটের মাধ্যমে জাতীয় পার্টি আরও শক্তিশালী হচ্ছে। এ জোটে আরও দল আসবে। আর এ জোটের মধ্য দিয়ে সরকার গঠনের মাধ্যমে দেশে পরিবর্তন আসবে। প্রধান বক্তা রুহুল আমিন হাওলাদার বলেন, এরশাদের সময়ে দেশে নৈরাজ্য ছিল না। গুম ছিল না। ছিল উন্নয়ন। জোটের মাধ্যমে ভোট করে সরকার গঠন করে জনজীবনে নিরাপত্তা ফিরিয়ে আনব।

সর্বশেষ খবর