বৃহস্পতিবার, ১৮ মে, ২০১৭ ০০:০০ টা

মানবাধিকার কমিশনের চিঠি আইজিপিকে

নিজস্ব প্রতিবেদক

ধর্ষিতা এবং তাদের পরিবারের সুরক্ষা নিশ্চিতের জন্য পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হককে চিঠি দিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কাজী রিয়াজুল হক। গতকাল পাঠানো ওই চিঠিতে তিনি উল্লেখ করেছেন, বনানীর দ্য রেইনট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের ঘটনার পর থেকে ভুক্তভোগী এবং তাদের পরিবারকে নানা ধরনের হয়রানি করা হয়েছে। এখনো দুই তরুণী এবং তাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

একের পর এক তাদের হুমকির মধ্যে রাখা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। একইসঙ্গে তিনি পুলিশ প্রধানকে স্পর্শকাতর এই ঘটনা কাভার করতে যাওয়া মানবাধিকার কর্মী, গণমাধ্যমকর্মীদের সুরক্ষাও নিশ্চিতের জন্য আহ্বান জানান। গত রাতে মুঠোফোনে এক প্রশ্নের জবাবে মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেন, কমিশন কর্তৃক গঠিত তদন্ত কমিটিকে ১৫ কার্যদিবসের সময় দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে তা কমিশনে আলোচনা হবে। সেখানেই সিদ্ধান্ত হবে ওই তথ্যগুলো কোথায় কোথায় প্রতিবেদন আকারে দেওয়া হবে।

সর্বশেষ খবর