বৃহস্পতিবার, ১৮ মে, ২০১৭ ০০:০০ টা

খালেদার চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাও স্থানান্তরের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে চলমান জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা স্থানান্তরের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। মামলাটি বকশীবাজারে স্থাপিত বিচারক আবু আহমেদ জমাদারের বিশেষ আদালত-৩  থেকে স্থানান্তর করে মো. আখতারুজ্জামানের বিশেষ জজ আদালত ৫-এ স্থানান্তর করতে বলা হয়েছে। খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ  দেয়। এর আগে ১৬ মে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটিও এই আদালতে স্থানান্তরের নির্দেশ দেয় হাই কোর্ট। ফলে খালেদা জিয়ার বিপক্ষে বিচারের চূড়ান্ত পর্যায়ে থাকা দুটি মামলাই এখন একই আদালতে বিচার হবে। আদালতে খালেদার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, সঙ্গে ছিলেন জাকির  হোসেন ভূঁইয়া। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। এর আগে ১৫ মে আদালত পরিবর্তনের জন্য খালেদা জিয়ার পক্ষে হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করা হয়। আইনজীবীরা জানান, ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা থেকে এই আবেদন করা হয়েছে। ২০১০ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের নামে রাজধানীর তেজগাঁও থানায় একটি মামলা করে দুদক। এ মামলায় ক্ষমতার অপব্যবহার করে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। ২০১২ সালের ১৬ জানুয়ারি এ মামলায় অভিযোগপত্র দাখিল করা হয় আদালতে।

সর্বশেষ খবর