বৃহস্পতিবার, ১৮ মে, ২০১৭ ০০:০০ টা

ব্যাটিং ব্যর্থতায় হার বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

হেরে গেল বাংলাদেশ। নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের কাছেও জিততে পারেননি মাশরাফিরা। ত্রিদেশীয় সিরিজে প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। দ্বিতীয় ম্যাচে গতকাল ৪ উইকেটে হেরে গেল টাইগাররা। প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ ৯ উইকেটে করেছিল ২৫৭ রান। লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে কিউইরা। গতকাল ব্যাটিংয়ের সময়ই পিছিয়ে পড়েন মাশরাফিরা। যেখানে রান হওয়ার কথা তিনশর কাছাকাছি সেখানে স্লোগ ওভারে ব্যাটিং ব্যর্থতায় ২৫৭-তেই আটকে যায় বাংলাদেশ। ৫ উইকেট হাতে থাকার পরও শেষ ১০ ওভারে হয়েছে মাত্র ৬৭ রান। বাংলাদেশের হয়ে হাফ সেঞ্চুরি করেছেন সৌম্য সরকার, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। সৌম্য ৬৭ বলে করেছেন ৬১, মুশফিক ৬৬ বলে ৫৫ এবং ৫৬ বলে ৫১ রানের ইনিংস খেলেছেন মাহমুদুল্লাহ। এ ছাড়া ৪১ বলে ৪১ রানের ইনিংস খেলেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। কিউই বোলারদের মধ্যে হামিশ বেনেট ৩১ রানে নিয়েছেন তিন উইকেট। এ ছাড়া দুটি করে উইকেট নিয়েছেন নিশাম ও সুধি। আয়ারল্যান্ডের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডের পরিসংখ্যানে দেখা যায়, এই ভেন্যুতে এর আগে প্রথমে ব্যাট করে ২৫৭ রান করার পর কোনো দল হারেনি। তবে কাল বাংলাদেশকে হারিয়ে রেকর্ড গড়ল নিউজিল্যান্ড।

সর্বশেষ খবর