শনিবার, ২০ মে, ২০১৭ ০০:০০ টা

আয়ারল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

আয়ারল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ

অভিষেকেই দুই উইকেট নেন সানজামুল

তিন জাতি সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতেই পারেনি বাংলাদেশ। বৃষ্টিতে ভেসে গিয়েছিল সেই ম্যাচ। পরে নিউজিল্যান্ডের কাছে হেরে যায় টাইগাররা চার উইকেটে। সিরিজে টিকে থাকার জন্য গতকাল জয়ের পরিকল্পনা নিয়েই মাঠে নামেন মাশরাফিরা। কাঙ্ক্ষিত জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। আয়ারল্যান্ডের ছুড়ে দেওয়া ১৮২ রানের লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা ২৭.১ ওভারেই। ৮ উইকেটের জয়ে ত্রিদেশীয় সিরিজের ট্রফি জয়ের আশা বেঁচে রইল বাংলাদেশের। টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অধিনায়ক মাশরাফি। আইরিশরা মাঠে নামতেই শুরু হয় মুস্তাফিজ-মাশরাফির আগুনে বোলিং। ৪৬.৩ ওভার খেলেই অলআউট হয়ে যায় আইরিশরা। রান করে ১৮১। মুস্তাফিজুর রহমান মাত্র ২৩ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। অন্যদিকে মাশরাফি ও সানজামুল ২টি করে এবং একটি করে উইকেট শিকার করেন সাকিব ও মোসাদ্দেক। আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন জয়েস। জবাব দিতে নেমে মাত্র ২৭.১ ওভারেই জয় তুলে নেয় টাইগাররা। ৪৭ রান করে তামিম আউট হলেও সৌম্য (৮৭) ও সাব্বির (৩৫) জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেন বাংলাদেশকে।

সর্বশেষ খবর