শনিবার, ২০ মে, ২০১৭ ০০:০০ টা

রাস্তায় ‘নো পার্কিং’ লেখা দেখতে চাই না

নিজস্ব প্রতিবেদক


রাস্তায় ‘নো পার্কিং’ লেখা দেখতে চাই না

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, ‘ঢাকা শহরে পাবলিকের কোনো রাস্তায় ‘নো পার্কিং’ লেখা দেখতে চাই না। গ্রুপ-৪ সিকিউরিটি নামে একটি প্রতিষ্ঠান নো পার্কিং বোর্ড দিয়ে জায়গা দখল করে রেখেছে। আমি এক সপ্তাহের মধ্যে এগুলো উচ্ছেদ করব। পাবলিকের রাস্তা উদ্ধার করা হবেই।’ গতকাল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মেয়র এসব দখলকারী প্রতিষ্ঠানকে হুঁশিয়ার করে বলেন, সেদিন দেখি একটি প্রতিষ্ঠান নো পার্কিং লিখে জায়গা দখল করে রেখেছে। এগুলো কি তাদের বাবার রাস্তা? জি-৪ হোন আর বিদেশি প্রতিষ্ঠান হোন, সাধারণ মানুষের রাস্তা সাধারণ মানুষেরই থাকবে। দূতাবাসগুলোকে উদ্দেশ করে মেয়র বলেন, কয়েক দিন আগে সৌদি দূতাবাসে গিয়ে দেখি তারা সব রাস্তায় নো পার্কিং দিয়ে রেখেছে। তাদের বললাম, তোমাদের দেশের রাস্তায় কি তোমরা তোমাদের নাগরিকদের আটকাতে পারবা। তাহলে আমাদের দেশে তোমাদের দূতাবাস রয়েছে বলে রাস্তা দখল করবে এটা হতে দেব না। আমরা সাধারণ মানুষের রাস্তা উদ্ধার করবই। তিন মাস আগেও দূতাবাসের সামনের রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করতে পারত না। সেগুলো উদ্ধার করেছি। এখন মানুষ মাথা উঁচু করে যাতায়াত করে।

সর্বশেষ খবর