শনিবার, ২০ মে, ২০১৭ ০০:০০ টা

জঙ্গিবাদ নির্মূলে সম্মিলিত প্রয়াস চাই

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জঙ্গিবাদ নির্মূলে সম্মিলিত প্রয়াস চাই

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, দেশ থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলে ঐক্যবদ্ধ প্রয়াসের কোনো বিকল্প নেই। এক্ষেত্রে সব নাগরিককেই সম্মিলিতভাবে কাজ করতে হবে। যখন যেখানেই সন্দেহ হবে, সঙ্গে সঙ্গে প্রশাসনকে অবহিত করবেন। প্রশাসনের সহযোগিতা নেবেন। সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাস থাকবে না।  গতকাল চট্টগ্রামের বাঁশখালী ঋষিধামে আধুনিক নির্মাণশৈলীতে নির্মিত শ্রীগুরু মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। ঋষিধাম ও তুলসীধামের মোহন্ত মহারাজ সুদর্শনানন্দ পুরী মহারাজের পৌরহিত্যে এবং শ্রীগুরু সংঘের সভাপতি প্রফুল রঞ্জন সিংহের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মোহাম্মদ হেলাল উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ শাহেনুর, বাংলাদেশে পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। পরে প্রধান বিচারপতি ফলক উন্মোচন করে শ্রীগুরু মন্দির উদ্বোধন করেন এবং ঋষিধামের এলাকা পরিদর্শন করেন।

সর্বশেষ খবর