রবিবার, ২১ মে, ২০১৭ ০০:০০ টা

রুহানি ফের ইরানের প্রেসিডেন্ট

রুহানি ফের ইরানের প্রেসিডেন্ট

মধ্যপন্থি বলে পরিচিত ইরানের বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানি ফের দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। সংখ্যাগরিষ্ঠ ৫৭ শতাংশ ভোট পেয়ে তিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। ফের নির্বাচিত হওয়ায় ইরানের রাষ্ট্রীয় টিভি তাকে অভিনন্দন জানিয়েছে। তবে প্রেসিডেন্ট রুহানির প্রধান প্রতিদ্বন্দ্বী দেশটির বিচার  বিভাগের সাবেক উপপ্রধান ইব্রাহিম রাইসি নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ এনেছেন। ইরানে শুক্রবার ১২তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল বেশ ভালো। তাই ভোটারদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ভোটগ্রহণের সময়সীমা পাঁচ ঘণ্টা বাড়িয়ে মধ্যরাত পর্যন্ত করা হয়। এছাড়া দেশের বাইরে বিশ্বের ১০২টি দেশে বসবাসরত ইরানিরাও ভোটদানের সুযোগ পেয়েছেন। এসব দেশে ৩১০টি ভোটকেন্দ্রে ভোটদান করেছেন প্রবাসী ইরানিরা। আর এবার প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন চার জন। ড. হাসান রুহানি ও ইব্রাহিম রাইসি ছাড়া বাকি দুজন হলেন দেশটির বিশেষজ্ঞ পরিষদের সদস্য আগা মিরসালিম ও সাবেক ভাইস প্রেসিডেন্ট মোস্তফা হাশেমি তাবা। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল রেজা রহমানি ফজলি জানিয়েছেন, নির্বাচনে ৪ কোটির  বেশি ভোটার তাদের ভোটদান করেন। এর মধ্যে প্রেসিডেন্ট হাসান রুহানি পেয়েছেন ৫৭ শতাংশ ভোট যা সংখ্যার হিসাবে ২ কোটি ৩ লাখের সমান। আর তার প্রধান প্রতিদ্বন্দ্বী রক্ষণশীল ধর্মীয় নেতা ইব্রাহিম রাইসি পেয়েছেন ৩৮.৫ শতাংশ ভোট। তাই নির্বাচন দ্বিতীয় দফায় যাওয়ার কোনো সুযোগ নেই। পরাজিত প্রার্থী রক্ষণশীল ইব্রাহিম রাইসি নির্বাচনে অনিয়ম-দুর্নীতি হয়েছে বলে দাবি করেছেন। তিনি প্রেসিডেন্ট হাসান রুহানির সমর্থকদের বিরুদ্ধে ভোটকেন্দ্রে বেশকিছু অপপ্রচারের অভিযোগ এনেছেন যা নির্বাচনী আইনে নিষিদ্ধ। এদিকে, নির্বাচনে ভোটার উপস্থিতিও ছিল আগের বারের চেয়ে বেশ ভালো যা ছিল প্রায় ৭০ শতাংশ।  বিশেষ করে রাজধানী তেহরানে ভোটার উপস্থিতি ছিল অভূতপূর্ব। শহরটিতে এবার ৫০ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন যা ২০১৩ সালের তুলনায় প্রায় দ্বিগুণ।  এর পরিপ্রেক্ষিতে ভোটদানের সময়সীমা বাড়াতে বাধ্য হন দেশটির নির্বাচন কমিশন। ভোটারদের অনুরোধ ও নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন। বিবিসি

সর্বশেষ খবর