শিরোনাম
সোমবার, ২২ মে, ২০১৭ ০০:০০ টা

ভূমিমন্ত্রীপুত্রসহ ১১ জন জেলহাজতে

পাবনা প্রতিনিধি

সন্ত্রাসী হামলা ও ভাঙচুর মামলায় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে শিরহান শরীফ তমালসহ ১১ জনের জামিন নামঞ্জুর করেছে আদালত। গতকাল দুপুরে পাবনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রেজাউল করিম তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। আসামি পক্ষের আইনজীবী ও এপিপি আবদুল আহাদ বাবু মামলার বরাত দিয়ে বলেন, আধিপত্য বিস্তার নিয়ে পাবনা-৪ আসনের এমপি ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু ও তার ছেলের সঙ্গে ঈশ্বরদীর পৌর মেয়র আবুল কালাম আজাদের বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার বিকালে ভূমি মন্ত্রীপুত্র তমাল ও যুবলীগ নেতা রাজিব সরকারের নেতৃত্বে ১০/১৫ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী ঈশ্বরদী পৌর সদরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় পৌর মেয়র আবুল কালাম আজাদের মিষ্টির দোকান, বেশ কিছু সাধারণ ব্যবসায়ীর দোকান ও দুই মুক্তিযোদ্ধার বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। একই সময় হামলাকারীরা আবুল কালাম আজাদের সমর্থিত উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের বিশ্বাসের বাড়িতেও ভাঙচুর চালায়। এ সময় বাধা দিতে গেলে তাদের মারধরে ছাত্রলীগ সভাপতির মা আহত হন। পরে ওই হামলার ঘটনায় উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের বিশ্বাসের বাবা মুক্তিযোদ্ধা আতিয়ার বিশ্বাস বাদী হয়ে ঈশ্বরদী থানায় ভূমি মন্ত্রীপুত্র শিরহান শরীফ তমালকে প্রধান আসামি করে ৩৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর রাতেই পুলিশ অভিযান চালিয়ে ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ তমালসহ ১১ জনকে গ্রেফতার করে।

সর্বশেষ খবর