সোমবার, ২২ মে, ২০১৭ ০০:০০ টা
জবাবদিহিতা

জননিরাপত্তা বিধানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গৌরবময় পথচলা

মো. আছাদুজ্জামান মিয়া

জননিরাপত্তা বিধানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গৌরবময় পথচলা

কোনো দেশের সামাজিক এবং অর্থনৈতিক অগ্রগতির পূর্বশর্ত হলো সামাজিক ও ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা এবং উন্নত আইনশৃঙ্খলা পরিস্থিতি। উন্নত আইনশৃঙ্খলা পরিস্থিতি একটি জাতির শান্তিপ্রিয়তা ও সুসভ্যতার বহিঃপ্রকাশ। আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশে আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিধানে নিয়োজিত রয়েছে বাংলাদেশ পুলিশ এবং ঢাকা মহানগরীর সার্বিক নিরাপত্তা বিধানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বর্তমানে ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের যে কোনো সময়ের তুলনায় নিয়ন্ত্রণে রয়েছে। ঢাকা মহানগরীর প্রতিটি থানা এলাকায় জননিরাপত্তা বিধানের লক্ষ্যে স্থানীয় শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে জনসচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করার পদক্ষেপ নেওয়া হয়েছে। জনগণের প্রত্যাশা ও নির্ভরতার মূর্ত প্রতীক হিসেবে শিশু-কিশোর, বৃদ্ধ, মহিলা ও অসহায়দের হয়রানি, নির্যাতন ও অপরাধের শিকার হতে রক্ষা এবং প্রত্যেক নাগরিকের মানবিক মর্যাদা সমুন্নত রাখার লক্ষ্যে নিজ নিজ অর্পিত বিধিবদ্ধ দায়িত্ব নিবেদিতভাবে পালনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিটি সদস্য দৃঢ়প্রতিজ্ঞ। শান্তি ও নিরাপত্তা উন্নয়নের পরিকল্পনা প্রণয়নে সম্মানিত নগরবাসীর আকাঙ্ক্ষার প্রতিফলন সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। আধুনিক সমাজ ব্যবস্থায় অপরাধেও এসেছে নানা বৈচিত্র্য ও ভিন্নতা। আর এ চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশে আধুনিক প্রযুক্তি, যানবাহন, যন্ত্রপাতি ও সরঞ্জামাদি ব্যবহারের কোনো বিকল্প নেই। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই এ বাস্তবতাকে উপলব্ধি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে আধুনিকীকরণের লক্ষ্যে নানা অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নগর পুলিশ ব্যবস্থাকে আরও গণবান্ধব, সেবামুখী ও প্রযুক্তিঘন করার প্রয়াসে ডিজিটাল পদ্ধতি প্রবর্তনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে। গর্বিত বাংলাদেশের অহংকার হৃদয়ে লালন করে নিরাপদ ঢাকা বিনির্মাণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকা মহানগরীতে অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পরীক্ষিত সংস্থা হিসেবে দায়িত্ব পালন করে আসছে। অপরাধ নিয়ন্ত্রণ ও উদ্ঘাটন এবং জনশৃঙ্খলা রক্ষায় তারা স্বাতন্ত্র্য, সৃজনশীলতা ও স্বকীয়তায় ভাস্বর। জনগণের অংশগ্রহণের মাধ্যমে জনবান্ধব টেকসই পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে ‘টিম ডিএমপি’র নিরন্তর প্রয়াসের প্রত্যক্ষ ফলস্বরূপ ঢাকা মহানগরীতে অপরাধ প্রবণতা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। অপরাধ বিভাগে ১৬টি জোনকে পুনর্বিন্যস্ত করে ২৪টি জোন গঠন এবং জোনভিত্তিক এডিসি ও এসি পর্যায়ের কর্মকর্তাদের পদায়নপূর্বক মাঠ পর্যায়ে কর্মকর্তাদের তদারকি বৃদ্ধি ও পুলিশ সদস্যদের কার্যকরভাবে চেকপোস্ট, মোবাইল পেট্রোল, ব্লক রেইড কার্যক্রম পরিচালনার মাধ্যমে অপরাধীদের নির্মূল করা সম্ভব হয়েছে। লেখক : কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ

সর্বশেষ খবর