মঙ্গলবার, ২৩ মে, ২০১৭ ০০:০০ টা
আজ ইসির বৈঠক

নির্বাচনী রোডম্যাপে অগ্রাধিকার ৭ বিষয়

নিজস্ব প্রতিবেদক

আগামী একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে তৈরি করা খসড়া রোডম্যাপ নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বেলা ১১টায় এ বৈঠক শুরু হওয়ার কথা। ইসি সচিবালয় জানিয়েছে, বৈঠকে নির্বাচনী রোডম্যাপ চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। রোডম্যাপে কমপক্ষে ৭টি বিষয় অগ্রাধিকার পাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোট ব্যবস্থাপনা ডিজিটাল করতে একগুচ্ছ সুপারিশ করেছে নির্বাচন কমিশন সচিবালয়। এক্ষেত্রে অনলাইনে মনোনয়নপত্র দাখিল থেকে শুরু করে ফলাফল ঘোষণা পর্যন্ত ভোট ব্যবস্থাপনার কাজ ডিজিটাল করতে কয়েকটি সুপারিশ করা হয়েছে। বৈঠকে এ বিষয়গুলোও আলোচনা হতে পারে। ইসি কর্মকর্তারা জানান, রোডম্যাপে কমপক্ষে ৭টি বিষয় অগ্রাধিকার পাচ্ছে। এর মধ্যে রয়েছে নির্বাচনী আইনের সংস্কার, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন, রাজনৈতিক দলসহ স্টেকহোল্ডারদের সঙ্গে সংলাপ, ভোটার তালিকা হালনাগাদ, ভোটার তালিকা চূড়ান্ত ও মুদ্রণ, ভোটকেন্দ্র প্রস্তুত ও ইভিএমের জন্য প্রস্তুতি। এর আগে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছিলেন, সংসদ নির্বাচন সামনে রেখে অ্যাকশন প্ল্যান বা রোডম্যাপ তৈরি করছে ইসি সচিবালয়। আমরা এটা নিয়ে বসব, চূড়ান্ত করে কাজ শুরু করব। অন্যদিকে ইসি সচিবালয় সূত্র জানিয়েছে, একাদশ সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের পাশাপাশি ভোট ব্যবস্থাপনা ডিজিটাল করতে ইসি সচিবালয় বেশ কিছু সুপারিশ করেছে। এর মধ্যে অনলাইনে মনোনয়ন দাখিল করার সুযোগ, ডিজিটাল পদ্ধতিতে ভোটের ফলাফল সংগ্রহ এবং প্রচার, রাজনৈতিক দলের নির্বাচনী ব্যয় মনিটরিং, নির্বাচনী অভিযোগ অনলাইনে নেওয়া, এসএমএস-এর মাধ্যমে ভোটারদের নানা তথ্য-উপাত্ত প্রদান করার চিন্তা করা হচ্ছে। ইসির একজন কর্মকর্তা বলেন, রোডম্যাপ বা কর্মপরিকল্পনা চূড়ান্তের পাশাপাশি ভোট ব্যবস্থাপনাকেও আরও আধুনিকায়ন ও কার্যকর করতে এসব সুপারিশ রাখা হয়েছে। নির্বাচন কমিশন এসব বিষয় ইতিবাচকভাবে বিবেচনা করতে পারে।

সর্বশেষ খবর