মঙ্গলবার, ২৩ মে, ২০১৭ ০০:০০ টা

চোর-দুর্নীতিবাজদের ধর ধর বললেই পালাবে : ড. কামাল

নিজস্ব প্রতিবেদক

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, জনগণের শক্তি একবার জেগে উঠলে তাদের আর কোনো শক্তি দমিয়ে রাখতে পারবে না।  চোর-দুর্নীতিবাজদের ধর ধর বললেই পালাবে। অস্ত্র থাকলে সেটিও  ফেলে তারা পালাবে। গতকাল বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর গণফোরাম ‘ঘুষ-দুর্নীতিমুক্ত সমাজ চাই, বর্তমান রাজনৈতিক প্রেক্ষিত’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে। দেশের প্রখ্যাত এই আইনজীবী আরও বলেন, চোরের কোনো সাহস থাকে না। এদের মোকাবিলার জন্য সংঘবদ্ধ হওয়া দরকার। সংগঠন গড়ে তোলা দরকার। বঙ্গবন্ধুও গ্রামে গ্রামে গিয়ে সংগঠন করেছেন। মানুষের মধ্যে একতা তৈরি করেছেন। তিনি বলেন, সংঘবদ্ধ জনতার সম্মিলিত শক্তির হলে কেউ আমাদের থামিয়ে দিতে পারবে না। গণশক্তির কারণেই আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার হয়েছিল। উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ করে গণফোরাম সভাপতি বলেন, আপনারা দুর্বল নন। অসৎ উপায়ে কোটিপতি হওয়া মানুষরা মানসিকভাবে দুর্বল। জনগণ সংঘবদ্ধ হয়ে তাদের চোর বলে তাড়া করলে তারা কেউ টিকতে পারবে না। প্রতাপশালী শাসক আইয়ুব খান, মোনায়েম খান, ইয়াহিয়া খানের অনেক মন্ত্রীর নামই মানুষ এখন ভুলে গেছে। অথচ তারা একসময় ছিল অনেক দাপুটে। সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন আরও বলেন, আমি আওয়ামী লীগ করেছি। বঙ্গবন্ধুর কর্মী ছিলাম। আমি আবার কাল (আজ) থেকে মাঠে কাজ করতে চাই। হার্টফেল না করা পর্যন্ত হেঁটে হেঁটে কাজ করে যেতে চাই। প্রতিটি ঘরে ঘরে যাব। সব থানায় যাব। দুর্নীতির বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে কথা বলব। তিনি বলেন, স্বাধীনতার ৪৬ বছর পর যদি এখনো ঘুষ, দুর্নীতির কথা শুনতে হয়, তবে সেটি দুঃখজনক। আমাদের জন্য অপমানের। বঙ্গবন্ধুসহ সব শহীদের অপমান হবে এতে। কিন্তু নির্মম সত্য হচ্ছে, লুটেরাদের শিকার হচ্ছি আজ। আমরা এটি শুনতে চাই না। গণফোরামের পক্ষ থেকে শিগগিরই ঘুষ, দুর্নীতি বন্ধসহ বিভিন্ন দাবিতে কর্মসূচি দেওয়ার আশ্বাস দিয়ে ড. কামাল বলেন, স্বাধীন দেশে এসব দেখতে চাই না। এর বিরুদ্ধে মাঠে নামব। এমন চলতে থাকলে স্বাধীনতা অর্জন বৃথা। যারা স্বাধীনতার চেতনার কথা বলেন, অথচ দুর্নীতি করেন, তারা কী জানেন না যে, এটি স্বাধীনতার চেতনার মধ্যে পড়ে না? স্বাধীনতার এত বছর পরেও ঘুষ দুর্নীতির কথা যদি শুনতে হয়, তবে আমাদের বেঁচে থাকার কোনো মানেই হয় না। আলোচনা সভায় গণফোরামের নির্বাহী সভাপতি মফিজুল ইসলাম খান কামাল, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সভাপতি পরিষদের সদস্য জগলুল হায়দার, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর