মঙ্গলবার, ২৩ মে, ২০১৭ ০০:০০ টা

রমজানের পবিত্রতা নষ্ট করলে কঠোর ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

রমজানের পবিত্রতা নষ্ট করলে কঠোর ব্যবস্থা

ঢাকা দক্ষিণ সিটির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, রমজানের পবিত্রতা নষ্ট করে অবৈধভাবে মদ, জুয়ার কার্যক্রম চালালে তা কঠোরভাবে দমন করা হবে। প্রভাবশালী বা ক্ষমতাশালী যেই হোক না কেন দোষী সাব্যস্ত হলে কাউকে ছাড় দেওয়া হবে না। গতকাল নগর ভবনে মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে ক্লাব, বার, রেস্টুরেন্ট, ইমাম সমাজ ও সুধীজনদের সঙ্গে মাহে রমজানের পবিত্রতা      রক্ষা ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় ক্লাব প্রতিনিধি হিসেবে মো. আবদুর রব, ইমাম প্রতিনিধি হিসেবে হাফেজ মাওলানা আবু আইয়ুব, ফল ব্যবসায়ী নেতা ফারুক সিদ্দিকী, রেস্টুরেন্ট মালিক সমিতির নেতা মো. রুহুল আমীন প্রমুখ বক্তৃতা করেন। পবিত্র রমজান মাসে ভেজাল, পচা, বাসি ইফতার সামগ্রী বিক্রয় থেকে বিরত থাকার জন্য রেস্টুরেন্ট ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে মেয়র বলেন, এসব খাবার খেয়ে কিংবা কেমিক্যাল ও ফরমালিনযুক্ত ফল খেয়ে কেউ যেন অসুস্থ হয়ে না পড়ে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। অন্যথায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মতবিনিময় সভায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মো. আবদুল বাতেন মিয়া, ডিএসসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাউদ্দিন বক্তৃতা করেন।

সর্বশেষ খবর