মঙ্গলবার, ২৩ মে, ২০১৭ ০০:০০ টা

রাজ্যসভায় প্রার্থী হচ্ছেন প্রণবকন্যা

কলকাতা প্রতিনিধি

রাজ্যসভায় প্রার্থী হচ্ছেন প্রণবকন্যা

ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতির মধ্যেই রাজ্যসভার নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে তোড়জোড়। আগামী ৮ জুন রাজ্যসভার মোট দশটি আসনে ভোট হতে চলেছে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ছয়টি আসন (বাকিগুলো হলো গুজরাটে ৩টি, গোয়ার ১টি আসন)। ইতিমধ্যে পাঁচটি আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। বিধানসভার দলীয় সদস্য সংখ্যার বিচারে প্রথম পাঁচটি আসনে তৃণমূলের জয় নিশ্চিত। বাকি রয়েছে ষষ্ঠ আসনটি। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি নিজেও গত রবিবার জানিয়ে দেন এই আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হবে কি না তা পরে ঠিক করা হবে। আর মমতার এই মন্তব্যের পর তৈরি হয়েছে নানা রকম জল্পনা। ষষ্ঠ আসনে কংগ্রেসের তরফে এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। সূত্র জানায়, এই আসনের জন্য একেবারে প্রথম সারিতে রয়েছেন সিপিআইএমের সীতারাম ইয়েচুরি। কংগ্রেস বলছে, ইয়েচুরিকে তারা সমর্থন করতে রাজি, অন্য কোনো প্রার্থীকে নয়। কিন্তু ইয়েচুরিকে এবার প্রার্থী করানো নিয়ে তার নিজের দলের মধ্যেও মতবিরোধ রয়েছে। তা ছাড়া সীতারাম নিজেও যদি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন তবে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মেয়ে শর্মিষ্ঠা মুখার্জিকে ওই আসনে প্রার্থী করতে পারে কংগ্রেস। আর সেক্ষেত্রে সমর্থনে এগিয়ে আসতে পারে তৃণমূল কংগ্রেস। কারণ বিধানসভায় বিধায়কদের সংখ্যার নিরিখে ষষ্ঠ প্রার্থীকে জিতিয়ে আনতে প্রয়োজনের তুলনায় ৩টি আসন কম রয়েছে কংগ্রেসের (কংগ্রেসের ৪৪ জন বিধায়ক থাকলেও পরে পাঁচজন বিধায়ক দল পরিবর্তন করে তৃণমূলে যোগ দেন)। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ থেকে যে ছয়জন রাজ্যসভার সংসদ সদস্যের মেয়াদ শেষ হচ্ছে তারা হলেন তৃণমূল কংগ্রেসের ডেরেক ও’ ব্রায়েন, দেবব্রত বন্দ্যোপাধ্যায়, সুখেন্দুশেখর রায়, দোলা সেন, কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য এবং সিপিআইএমের সীতারাম ইয়েচুরি। আগামী ১৮ আগস্ট পর্যন্ত এদের মেয়াদ থাকলেও জুলাইয়ে রাষ্ট্রপতি নির্বাচন থাকায় আগেই এই রাজ্যসভার নির্বাচন সেরে ফেলছে নির্বাচন কমিশন।

 

সর্বশেষ খবর