বুধবার, ২৪ মে, ২০১৭ ০০:০০ টা

যুক্তরাজ্যে কনসার্টে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২২

আইএসের দায় স্বীকার

প্রতিদিন ডেস্ক

যুক্তরাজ্যে কনসার্টে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২২

মার্কিন পপ গায়িকা আরিয়ানা গ্রান্ডের কনসার্টে তখন পুরো মাতোয়ারা যুক্তরাজ্যের ম্যানচেস্টারের এরিনা স্টেডিয়াম। ২১ হাজার শ্রোতা তখন বিভোর তার সুরের জাদুতে। আর কিছুক্ষণ পরেই শেষ হবে কনসার্ট। কিন্তু হঠাৎই একাধিক বিকট শব্দে কেঁপে ওঠে গোটা স্টেডিয়াম। মুহূর্তের মধ্যে আনন্দ বদলে যায় আতঙ্কের আর্তনাদে। স্থানীয় সময় রাত সাড়ে ১০টা (বাংলাদেশ সময় সোমবার রাত সাড়ে ৪টা) নাগাদ ভয়ঙ্কর বিস্ফোরণে মৃত্যু হয় ২২ জনের। আহত অন্তত ৫৯ জন। মৃতদের মধ্যে অধিকাংশই তরুণ-তরুণী। এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। ব্রিটেনের সাধারণ নির্বাচনের সপ্তাহ দুয়েক আগে এই হামলা চিন্তা বাড়িয়েছে প্রশাসনের। ইউরোপের অন্যতম বৃহৎ ইনডোর স্টেডিয়াম ম্যানচেস্টার এরিনা। কনসার্ট ভেন্যু হিসেবেও জনপ্রিয়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে চলে আসে অ্যাম্বুলেন্স, বম্ব ডিসপোজাল স্কোয়াড-সহ বিশাল পুলিশ বাহিনী। আরও হামলার আশঙ্কায় এরিনা সংলগ্ন ভিক্টোরিয়া স্টেশনের ট্রেন চলাচলও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এটিকে একটি আত্মঘাতী হামলা বলে দাবি করে জানিয়েছে পুলিশ। বিস্ফোরণে মৃত্যু হয়েছে ওই জঙ্গিরও। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পরপর দুটি বিস্ফোরণ হয়েছে এরিনায়। স্টেডিয়ামের টিকিট কাউন্টারের পাশেই বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণে সম্ভবত ব্যবহার করা হয়েছে আইইডি। ঘটনার কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় উল্লাসে ফেটে পড়ে আইএস সমর্থকরা। তবে পুলিশ জানিয়েছে, আরিয়ানা এবং বাকি গায়ক-গায়িকারা অক্ষত আছেন। মাস দুয়েক আগে এমনই এক হত্যাযজ্ঞের সাক্ষী হয়েছিল ব্রিটেন। হাউস অব কমনসের পাশে ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর একের পর এক মানুষকে উন্মত্ত গাড়ি চাকার নিচে পিষে দিয়েছিল এক জঙ্গি। এবার বোমার পোড়া গন্ধে ভরে উঠল ম্যানচেস্টারের বাতাস। ঘটনার তীব্র নিন্দা করে দুঃখ প্রকাশ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেজা মে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ ঘটনার নিন্দা ও গভীর শোক প্রকাশ করেছেন। এ ছাড়াও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফরাসি নতুন প্রেসিডেন্ট ইনামুয়েল ম্যাক্রোঁ, জার্মান চ্যাঞ্চেলর অ্যাঙ্গেলা মেরকেল, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রডোসহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন ও দেশের প্রধানরা। বিবিসি জানিয়েছে, ২৩ বছর বয়সী মার্কিন গায়িকা আরিয়ানা গ্রান্ডে তার পরিবেশনা শেষে মঞ্চ থেকে নেমে যাওয়ার পরপরই অ্যারেনার প্রবেশপথের কাছে বিস্ফোরণের ওই ঘটনা ঘটে। তরুণদের মধ্যে জনপ্রিয় এই শিল্পী অক্ষত রয়েছেন। এক টুইটে তিনি বলেছেন, এই ঘটনায় তার হৃদয় ভেঙে গেছে। কিছু বলার ভাষাও তিনি হারিয়ে ফেলেছেন। কনসার্ট দেখতে আসা দর্শকদের মধ্যে অনেক শিশুও ছিল। অ্যান্ডি হোলি নামে একজন জানান, তিনি কনসার্ট শেষে স্ত্রী আর মেয়েকে নেওয়ার জন্য এরিনার বাইরে অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ বিস্ফোরণের ধাক্কায় তিনি প্রায় ৩০ ফুট দূরে ছিটকে পড়েন। ‘উঠে দাঁড়িয়ে দেখি, অনেকে মেঝেতে পড়ে আছে। তখন আমার প্রথম চিন্তা ছিল যেভাবে হোক ভিতরে ঢুকে আমার পরিবারের সদস্যদের খুঁজে বের করতে হবে। শেষ পর্যন্ত আমি তাদের অক্ষত অবস্থাতেই খুঁজে পাই।

কাঁদছে সংগীতবিশ্ব : এরিনা কনসার্টে ভয়াবহ হামলায় কাঁদছে সংগীত জগৎ। হতাহতদের স্মরণে আবেগপূর্ণ পোস্ট দিয়েছেন এ সময়ের শীর্ষস্থানীয় সেলিব্রেটিরা। তাদের একই সুর— সবার জন্য আমাদের প্রার্থনা। এসব তারকার মধ্যে রয়েছেন কেটি পেরি থেকে ডেমি লোভেটো পর্যন্ত। হামলার নিন্দা জানিয়ে, নিহতদের প্রতি সম্মান জানিয়ে সামাজিক মিডিয়াগুলো তাদের পোস্টে সয়লাব। শুধু প্রতিষ্ঠিতরাই নন, সংগীত চলচ্চিত্র ও বিনোদনের অন্য ধারাগুলো থেকে নতুন নতুন সেলিব্রেটিরা এই শোক ও নিন্দার মিছিলে শামিল হয়েছেন। কেটি পেরি লিখেছেন, ভাঙা হৃদয়ে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। ভাঙা হৃদয়ে আরিয়ানার জন্য শুভ কামনা। এই বিশ্বের জন্য ভাঙা হৃদয়ে শুভ কামনা করছি। আরিয়ানা গ্রান্ডের শোতে উপস্থিত সবার জন্য আমার প্রার্থনা। গায়িকা, নায়িকা জেনিফার লোপেজ লিখেছেন ম্যানচেস্টারের সঙ্গে আমার সব চিন্তা চেতনা, প্রার্থনা আর হৃদয় এক হয়ে গেছে। সেলিনা গোমেজ লিখেছেন, ম্যানচেস্টারে আক্রান্ত প্রত্যেকের জন্য আমার প্রার্থনা। আরিয়ানা গ্রান্ডে আক্রমণ থেকে রক্ষা পেয়েছেন বলে সন্তোষ প্রকাশ করেছেন তার প্রিয়জন মিলি সাইরাস। অ্যালি ব্রুক হার্নান্দেজের টুইট- আমার প্রকাশ করার মতো কোনো ভাষা নেই। আমার হৃদয় ভেঙে গেছে। সংগীতশিল্পী জাস্টিন বিবারের টুইট- ম্যানচেস্টারের জন্য প্রার্থনা। কিম কার্দাশিয়ান টুইটে লিখেছেন, আরিয়ানার কনসার্টে যারা উপস্থিত ছিলেন তাদের সবার ওপর সৃষ্টিকর্তার আশীর্বাদ বর্ষণ হোক। বিবিসি, এএফপি।

সর্বশেষ খবর