বুধবার, ২৪ মে, ২০১৭ ০০:০০ টা

দাম না বাড়ার গ্যারান্টি বাণিজ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

দাম না বাড়ার গ্যারান্টি বাণিজ্যমন্ত্রীর

আসছে রোজায় নিত্যপণ্যের দাম বাড়বে না বলে গ্যারান্টি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, দেশে কোনো পণ্যের ঘাটতি নেই। তাই রমজান মাসে দাম বাড়ানোর কোনো প্রশ্নই ওঠে না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ভোগ্যপণ্যের দাম রমজানে বাড়বে না। গতকাল সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ব্রুনাইয়ের রাষ্ট্রদূত খাজা মাতুরাই ডিমটি হাজি মাসরির সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। মন্ত্রী বলেন, অনেক ব্যবসায়ীর কাছ থেকে অভিযোগ পেয়েছি, সরবরাহ আদেশ (ডিও) কাটার পরও ঠিকমতো বাজারে চিনি সরবরাহ করা হচ্ছে না। এ জন্য চিনি পরিশোধনকারী দুটি ব্যবসায়ী গ্রুপকে মন্ত্রণালয়ে ডাকা হয়েছে। কয়েকজন ব্যবসায়ী রোজাকে তাদের ব্যবসার কেন্দ্রে পরিণত করেছে এমন মন্তব্য করে তোফায়েল আহমেদ আরও বলেন, ব্যবসায়ীদের সততার সঙ্গে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো পণ্যের মূল্য বৃদ্ধি বা কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভ্যাট কমছে : ভ্যাট আইন দেশের ভোক্তাদের জন্য সহনীয় পর্যায়ে থাকবে বলে মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী বলেন, ভ্যাটের পরিমাণ ১৫ শতাংশের কম নির্ধারণ করা হবে। তিনি  বলেন, এখানে ১ শতাংশ ভ্যাট কমলে রাজস্ব আয় কমবে ৮ হাজার কোটি টাকা। ৩ ভাগ কমালে তা দাঁড়াবে ২৪ হাজার কোটি টাকা। এই ২৪ হাজার কোটি টাকার রাজস্ব কমলেও পরিধি বাড়ার কারণে ভোক্তাদের ওপর কোনো চাপ পড়বে না। এ খাতে সরকারের আয়ও বাড়বে বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। ব্রনাইয়ের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক প্রসঙ্গে বলেন, ব্রুনাইকে বাংলাদেশে স্পেশাল ইকোনমিক জোনে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশে বিনিয়োগের সুযোগ-সুবিধাগুলো জানানো হয়েছে।

সর্বশেষ খবর