শুক্রবার, ২৬ মে, ২০১৭ ০০:০০ টা

সরকারি কর্মকর্তাদের দলবাজি

‘দায়িত্বে থাকা অবস্থায় একজন সরকারি কর্মকর্তা-কর্মচারী কোনো রাজনৈতিক দলের আনুগত্য প্রকাশ করতে পারবেন না—চাকরিবিধিতে তা সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। কিন্তু ১৯৯১ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত দলবাজিতে কমবেশি যুক্ত প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা। এতে গতি কমে আসছে কাজের। অযোগ্যরা বেশি প্রভাব বিস্তার করছে। ভেঙে পড়ছে ‘চেইন অব কমান্ড’। ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ ও জনগণ। আমলাদের মেনে চলতে হবে আচরণবিধি। এ ব্যাপারে কার্যকর উদ্যোগ নিতে হবে রাজনৈতিক সরকারকেই। চারজন বিশ্লেষকের সঙ্গে কথা বলেছেন— মাহমুদ আজহার ও রফিকুল ইসলাম রনি।

 

সর্বশেষ খবর