শুক্রবার, ২৬ মে, ২০১৭ ০০:০০ টা

কর্মচারীদের রাজনীতি দেশের জন্য শুভ নয়

-------- এম মোকাম্মেল হক

কর্মচারীদের রাজনীতি দেশের জন্য শুভ নয়

সাবেক সচিব এম মোকাম্মেল হক বলেছেন, বাংলাদেশের সিভিল সার্ভিস আইনে কোনো আমলার  রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার বিধান নেই। চাকরিজীবীরা নিরপেক্ষ থাকবে এবং তারা তাদের মেধা, দক্ষতা, যোগ্যতা ও অভিজ্ঞতা দিয়ে সরকারকে সহায়তা করবে। নির্বাচিত জনপ্রতিনিধিদের কাজ করার ক্ষেত্রে সহায়তা দেবে। কিন্তু তা না করে প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতিতে জড়িয়ে পড়াটা ‘সাময়িক’ অস্থিরতা মনে হচ্ছে। এটা দেশের জন্য ভালো লক্ষণ নয়।’ তিনি বলেন, ‘আজ যারা দলবাজিতে জড়িয়ে পড়ছেন, আগামীতে অন্য সরকার ক্ষমতায় এলে তাদের আজকের জায়গায় রাখতে নাও পারেন। ফলে কেউ কেউ অভিজ্ঞতা থাকলেও ভালো জায়গায় থাকতে পারবেন না। এতে কাজের গতি কমে আসবে। কারণ, একজন দক্ষ আমলা একদিনে তৈরি হয় না। দক্ষ আমলা তৈরি হতে ২৫-৩০ বছর সময় লেগে যায়। এ বিষয়টি নিরসনে কোনো রাজনৈতিক দলই এগিয়ে আসছে না। আমাদের দেশের প্রধান দুই রাজনৈতিক দল একে অপরকে আক্রমণ করা নিয়ে ব্যস্ত থাকছে। আমরা যদি অন্য গণতান্ত্রিক দেশগুলো দেখি, তাহলে এমন পরিবেশ দেখতে পাই না।’ সাবেক এই সচিব প্রশ্ন রেখে বলেন, ‘আমলারা কেন রাজনীতিতে জড়িয়ে পড়বে? রাজনীতিবিদের ভূমিকা এক ধরনের আর আমলাদের ভূমিকা অন্য ধরনের হবে। তারা একে অপরকে সহায়তা করবে। আমলারা তাদের অভিজ্ঞতা দিয়ে সরকারকে বিভিন্ন পরামর্শ দেবেন। সরকারের গৃহীত সিদ্ধান্তগুলো এগিয়ে নেবেন। সবার উদ্দেশ্যই জনগণের সেবা করা। দলবাজি করতে গেলে অস্থিরতা তৈরি হয়।’ তিনি বলেন, ‘আমলাদের রাজনীতিতে জড়িয়ে পড়া বন্ধ করতে রাজনীতিবিদ ও আমলাদের দুদিক থেকেই এগিয়ে আসতে হবে। না হলে এটা দেশের জন্য শুভকর না। আমলারা কেন দলবাজিতে জড়িয়ে পড়বে তা আমার কাছে অবাক লাগে।’

সর্বশেষ খবর