শুক্রবার, ২৬ মে, ২০১৭ ০০:০০ টা

দলীয় আনুগত্য বিধিসম্মত নয়

-------- ড. ইফতেখারুজ্জামান

দলীয় আনুগত্য বিধিসম্মত নয়

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দলীয় আনুগত্য বিধিসম্মত নয়। কারণ, তারা তো অঙ্গীকারবদ্ধ। সব দেশেই যারা সরকারি কর্মকর্তা-কর্মচারী, তাদের একটি মৌলিক নীতি রয়েছে যে, তারা কারও দ্বারা প্রভাবিত হবেন না। এখন এটা লঙ্ঘন হচ্ছে। এটা পরিহার করা উচিত। এজন্য সরকারকেই কার্যকর ভূমিকা পালন করতে হবে।’ তিনি বলেন, ‘দলীয়করণের প্রতিযোগিতা আজ নতুন নয়, দীর্ঘদিন ধরেই চলে আসছে। এ নিয়ে সরকার বদলের সঙ্গে প্রতিযোগিতাও চলে। একদল ক্ষমতায় এলে যেটুকু করে, পরে অন্য দল এলে তার চেয়ে বেশি করে। এভাবেই প্রতিযোগিতা চলছে। এটা এখন সংস্কার জরুরি হয়ে পড়েছে। মূল উদ্দেশ্য হচ্ছে, প্রশাসনকে নিজেদের মতো করে সাজানো। দলীয় এজেন্ডা বাস্তবায়নে এটি এখন রাজনৈতিক চর্চায় পরিণত হয়েছে।’ এ থেকে পরিত্রাণের উপায় কী এমন প্রশ্নে ড. ইফতেখার বলেন, ‘এটা থেকে পরিত্রাণ পেতে, তার জন্য রাজনৈতিক নেতৃত্বকেই ঠিক করতে হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দলীয়করণ থেকে বের করে আনতে হবে তাদেরই। রাজনৈতিক দলগুলোকে যেমন নিজেদের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে, একইভাবে প্রশাসনকেও দলীয় প্রভাব থেকে বের করে আনতে হবে।’ তিনি বলেন, ‘তা না হলে আমাদের সরকারি খাত সম্পর্কে মানুষের যে আস্থার অভাব আছে, সেটা আরও ধসে পড়বে। আমরা মনে করি না, সব কর্মকর্তা-কর্মচারীই প্রভাবিত। কিন্তু প্রভাবটা কমানোর জন্য চেষ্টা করতে হবে। দলীয় রাজনৈতিক বিবেচনায় ওএসডি করা হয়, এটাও ঠিক নয়।’

সর্বশেষ খবর