শুক্রবার, ২৬ মে, ২০১৭ ০০:০০ টা
অস্ট্রিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকা-ভিয়েনা তিন চুক্তির প্রস্তুতি

কূটনৈতিক প্রতিবেদক

দুই দিনের সরকারি সফরে আগামী সোমবার সকালে ভিয়েনা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) ৬০ বছরপূর্তি উপলক্ষে অস্ট্রিয়ার রাজধানীতে আয়োজিত শীর্ষ সম্মেলনে  যোগ দিতেই প্রধানমন্ত্রীর এ সফর। বহুপাক্ষিক সম্মেলনে অংশ নিলেও শেখ হাসিনার এ সফরকে দ্বিপক্ষীয় রূপ দিয়েছে ঢাকা-ভিয়েনা। ফলে এ সফরে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তুতিও নিয়েছে দুই দেশ। প্রধানমন্ত্রী মঙ্গলবার রাতে ঢাকা ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত আইএইএর ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন দ্য আইএইএ টেকনিক্যাল কো-অপারেশন প্রোগ্রাম : সিক্সটি ইয়ারস অ্যান্ড বিয়ন্ড— কন্ট্রিবিউটিং টু  ডেভেলপমেন্ট’ শীর্ষক মূল সম্মেলনের উদ্বোধনী অধিবেশনের যোগ দিবেন প্রধানমন্ত্রী। আইএইএ ৬০ বছর পূর্তি উপলক্ষে আইএইএর এই সম্মেলনে এশিয়া, ইউরোপ, ল্যাটিন আমেরিকা, আফ্রিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের সদস্য দেশের শীর্ষ নেতারা যোগ দেবেন। তিন দিনের সম্মেলনের উদ্বোধনী দিনেই ভাষণ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সেদিন রাতেই তিনি ঢাকার উদ্দেশে রওনা দিবেন। এর আগে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ক্রিস্টিয়ান কানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যান ডার বেলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। দ্বিপক্ষীয় বৈঠক শেষে অস্ট্রিয়া ও বাংলাদেশের মধ্যে নিয়মিত আলোচনা, সংস্কৃতি ও বাণিজ্যবিষয়ক তিনটি চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে। পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী সফরের বিষয়ে বিস্তারিত তথ্য জানানে আগামী রবিবার সংবাদ সম্মেলন করবেন। জানা যায়, মানবকল্যাণে পারমাণবিক শক্তিকে কীভাবে কাজে লাগানো যায় এবং এর ঝুঁকি মোকাবিলায় বিশ্বনেতারা কী করতে পারেন তা নিয়ে বিভিন্ন সেশনে আলোচনা হবে আইএইএর সম্মেলনে। পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলো পারমাণবিক শক্তির ব্যবহার নিয়ে নিজ নিজ দেশের অবস্থান তুলে ধরবেন। এ ছাড়া মানব স্বাস্থ্য ও চিকিৎসা সেবায়, কৃষি, খাদ্য নিরাপত্তা ও প্রাণিসম্পদ উন্নয়নে, পানিসম্পদ ব্যবস্থাপনা, বিদ্যুৎ উৎপাদন ও পরিবেশ রক্ষায় আণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিয়ে বিশেষজ্ঞরা বিভিন্ন সেশনে তাদের মতামত তুলে ধরবেন। বিশ্বব্যাপী পারমাণবিক শক্তির নিরাপদ ব্যবহার ও তেজস্ক্রিয়তা রোধকল্পে ঐকমত্যের বিষয়েও মতামত দেবেন বিশ্বনেতারা।

সর্বশেষ খবর