শনিবার, ২৭ মে, ২০১৭ ০০:০০ টা
শ্রীপুরে বাবা-মেয়ের আত্মহত্যা

নেত্রকোনা থেকে গ্রেফতার আরও একজন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে বিচারহীনতায় কন্যাসহ বাবার আত্মহত্যার আলোচিত মামলায় আরেক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম বোরহান (৩০)। তিনি শ্রীপুরের কর্ণপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে।

জানা গেছে, গতকাল ভোরে নেত্রকোনার ঝানঝাইল এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ মামলায় প্রথম গ্রেফতার হন শ্রীপুরের গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল  হোসেন বেপারী। মোট অভিযুক্ত সাতজনের মধ্যে এখনো পাঁচজন পলাতক রয়েছেন। গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) গোলাম সবুর জানান, বোরহান নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ঝানঝাইল গ্রামে তার এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল ভোর ৪টার দিকে তাকে গ্রেফতার করা হয়। অন্য অভিযুক্তদের ধরতে তাকে নিয়ে পুলিশ আরও বেশ কয়েকটি জায়গায় অভিযান পরিচালনা করছে। প্রসঙ্গত, ২৯ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে শ্রীপুর রেলস্টেশনের পশু হাসপাতালসংলগ্ন এলাকায় চলন্ত তিস্তা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে পালিত মেয়ে আয়েশা আক্তারসহ বাবা হযরত আলী আত্মহত্যা করেন। মেয়েকে শ্লীলতাহানি, গরু চুরি যাওয়া ও প্রতিবেশীদের হামলার হুমকির বিচার না পাওয়ায় তিনি আত্মহত্যা করেন। তাদের বাড়ি শ্রীপুর উপজেলার কর্ণপুর সিটপাড়া গ্রামে।

সর্বশেষ খবর