মঙ্গলবার, ৩০ মে, ২০১৭ ০০:০০ টা

ভাস্কর্য পুনঃস্থাপন নিয়ে রিট, বিব্রত আদালত

নিজস্ব প্রতিবেদক

সুপ্রিম কোর্টের মূল ভবনের সামনে গ্রিক দেবীর ভাস্কর্য পুনঃস্থাপন এবং সারা দেশ থেকে ভাস্কর্য অপসারণের দাবি উত্থাপনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাই কোর্ট। গতকাল বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চে আবেদনটি শুনানির জন্য এলে আদালত তা কার্যতালিকা থেকে বাদ দেন। রিটকারী আইনজীবী আবু ইয়াহইয়া দুলাল সাংবাদিকদের বলেন, আদালত মামলাটি শুনানিতে বিব্রত বোধ করে কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন। রবিবার হাই কোর্টে রিটটি করেন এই আইনজীবী। আবেদনে সুপ্রিম কোর্টের মূল ভবনের সামনে থেকে অপসারিত ভাস্কর্যটি পুনরায় সেখানে স্থাপনের আরজি জানানো হয়। এ ছাড়া বাংলাদেশ থেকে সব মূর্তি অপসারণের মতো ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ ও বাংলাদেশের বিভিন্ন স্থানে স্থাপিত ভাস্কর্যসমূহ সংরক্ষণের নির্দেশ কেন দেওয়া হবে না, এই মর্মে রুল জারির আরজি জানানো হয়।

সর্বশেষ খবর