শিরোনাম
মঙ্গলবার, ৩০ মে, ২০১৭ ০০:০০ টা

ষোড়শ সংশোধনী সংবিধানের পরিপন্থী

নিজস্ব প্রতিবেদক

ষোড়শ সংশোধনী সংবিধানের পরিপন্থী

উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী সংক্রান্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানিতে অ্যামিকাস কিউরি হিসেবে ষোড়শ সংশোধনীর বিরুদ্ধে আদালতে মত দেন বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন। তিনি বলেন, ষোড়শ সংশোধনী সংবিধানের পরিপন্থী। গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি গ্রহণ করে। আইনজীবী এম আই ফারুকী ও আবদুল ওয়াদুদ ভূঁইয়াও অ্যামিকাস কিউরি হিসেবে গতকাল মত দেন। ড. কামাল হোসেন বলেন, সংবিধান দেশের সর্বোচ্চ আইন। সেখানে প্রত্যেকের ক্ষমতার সীমা নির্ধারণ করা আছে। সবাই নিজ নিজ সীমার মধ্যে ক্ষমতা চর্চা করছেন কিনা তা দেখা বিচার বিভাগের দায়িত্ব। ষোড়শ সংশোধনী বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করেছে।

সর্বশেষ খবর