শুক্রবার, ২ জুন, ২০১৭ ০০:০০ টা

শিক্ষা ও প্রযুক্তিতে বরাদ্দ সর্বাধিক

নিজস্ব প্রতিবেদক

নতুন অর্থবছরের বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ প্রস্তাব করা হয়েছে শিক্ষা ও প্রযুক্তি খাতে। উন্নয়ন ও অনুন্নয়ন মিলিয়ে মোট বাজেটের ১৬ দশমিক ৪ শতাংশ এই খাতে বরাদ্দ রাখা হয়েছে। সে হিসেবে পর পর দুই বছর শিক্ষা ও প্রযুক্তি খাত সবচেয়ে বেশি বরাদ্দ পেল। তবে শুধু উন্নয়ন বাজেটের হিসেবে সর্বাধিক বরাদ্দ রাখা হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে। এ খাতে উন্নয়ন বরাদ্দের ২৭ দশমিক ৪ শতাংশ ব্যয় হবে। অপরদিকে   অনুন্নয়ন বাজেটের সবচেয়ে বেশি ১৬.৪ শতাংশ ব্যয় হবে বিভিন্ন ঋণের সুদ পরিশোধে। গতকাল জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৭-২০১৮ অর্থবছরের বাজেট বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে। অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেন, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন আমাদের লক্ষ্য। এর জন্য মানব সম্পদ উন্নয়নের বিকল্প নেই। তাই শিক্ষাখাতের বিনিয়োগকে আমরা সবসময় অগ্রাধিকার দিয়ে থাকি। ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে আমরা সার্বিক শিক্ষাখাতের উন্নয়নে আমাদের কার্যক্রম গ্রহণ করছি। প্রস্তাবিত বাজেট অনুসারে, সবমিলিয়ে অনুন্নয়ন ও উন্নয়নের মোট ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেটে বরাদ্দের ক্ষেত্রে শিক্ষা ও প্রযুক্তি (১৬ দশমিক ৪ শতাংশ) খাতের পর ক্রমান্বয়ে রয়েছে জনপ্রশাসন (১৩ দশমিক ৬ শতাংশ), পরিবহন ও যোগাযোগ খাত (১২ দশমিক ৫ শতাংশ), সুদ (১০ দশমিক ৪ শতাংশ), স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ( ৬ দশমিক ৯ শতাংশ), প্রতিরক্ষা (৬ দশমিক ৪ শতাংশ), কৃষি (৬ দশমিক ১ শতাংশ), সামাজিক নিরাপত্তা ও কল্যাণ (৬ শতাংশ), জনশৃঙ্খলা ও নিরাপত্তা (৫ দশমিক ৭ শতাংশ), জ্বালানি ও বিদ্যুৎ (৫ দশমিক ৩ শতাংশ), স্বাস্থ্য (৫ দশমিক ২ শতাংশ)। খাতভিত্তিক এ সম্পদ বিভাজনের মধ্যে ভর্তুকি ও প্রণোদনা এবং পেনশন অন্তর্ভুক্ত রয়েছে। মোট উন্নয়ন বাজেটের ১ লাখ ৫৫ হাজার ২৫২ কোটি টাকার মধ্যে ক্রমান্বয়ে বরাদ্দ রাখা হয়েছে পরিবহন ও যোগাযোগ (২৭ দশমিক ৪ শতাংশ), শিক্ষা ও প্রযুক্তি ( ১৯ দশমিক ৪), স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন (১৫ দশমিক ৩), জ্বালানি ও বিদ্যুৎ (১৩ দশমিক ৫), স্বাস্থ্য (৬ দশমিক ১), কৃষি (৫ দশমিক ৭), জনপ্রশাসন (৩ দশমিক ১), সামাজিক নিরাপত্তা ও কল্যাণ (২ দশমিক ৮) ও অন্যান্য ( ৬ দশমিক ৭)। ২ লাখ ৪৫ হাজার ১৪ কোটি টাকার মোট অনুন্নয়ন বাজেটের ১৬ দশমিক ৯ শতাংশ ব্যয় হবে সুদ পরিশোধে। এরপর ক্রমান্বয়ে রয়েছে শিক্ষা ও প্রযুক্তি (১৪ দশমিক ৪), জনপ্রশাসন (৯ দশমিক ৯ শতাংশ),  পেনশন (৯ দশমিক ৪), প্রতিরক্ষা (৯ দশমিক ১), জনশৃঙ্খলা ও নিরাপত্তা (৮ শতাংশ)। জানা যায়, গত বছর শিক্ষা ও প্রযুক্তি খাতে জাতীয় বাজেটের ১৫ দশমিক ৬ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছিল। সে হিসেবেই এবার এক শতাংশের বেশি বরাদ্দ বেড়েছে শিক্ষা ও প্রযুক্তি খাতে। শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ ৬৫ হাজার ৪৫০ কোটি টাকার মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে ২৩ হাজার ১৪৭ কোটি ৯৫ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এরমধ্যে অনুন্নয়ন ব্যয় ১৬ হাজার ৯৮৩ কোটি ২৯ লাখ ও উন্নয়ন ব্যয় ৬ হাজার ১৬৪ কোটি ৬৬ লাখ টাকা। গত অর্থবছরে সংশোধিত বাজেট ২১ হাজার ৭০৯ কোটি ৬৮ লাখ ৫৬ হাজার টাকা। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে বরাদ্দ করা হয়েছে ১১ হাজার ৩৮ কোটি টাকা। এই মন্ত্রণালয়ের অনুকূলে ২০১৬-২০১৭ অর্থবছরের সংশোধিত বাজেটে চার হাজার ২১৩ কোটি টাকা বরাদ্দ দেখা যায়। সেই হিসাবে বরাদ্দ দ্বিগুণের অনেক বেশি। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, প্রতিবছর শিক্ষা খাতে বাজেটের আকার বাড়লেও গড় হিসাবে এর আকার কমে আসছে। বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষের পরিবার হলো শিক্ষা পরিবার। তাই এ খাতে আরও বরাদ্দ বাড়ানো প্রয়োজন। সীমিত সম্পদের মধ্যেই সর্বোচ্চ ব্যবহারের প্রচেষ্টায় থাকবে শিক্ষা মন্ত্রণালয়। 

সর্বশেষ খবর