শনিবার, ৩ জুন, ২০১৭ ০০:০০ টা

হেফাজতের ব্যাপারে সরকার নমনীয় কেন

নিজস্ব প্রতিবেদক

হেফাজতের ব্যাপারে সরকার নমনীয় কেন

হেফাজতে ইসলামের সঙ্গে সরকারের ‘হঠাৎ নমনীয়তার’ ব্যাখ্যা  চেয়েছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। তিনি বলেন, ‘হেফাজতের মতো উগ্র মৌলবাদী ও সন্ত্রাসী সংগঠনের প্রতি সরকার হঠাৎ কেন নমনীয় হয়েছে, এর ব্যাখ্যা সরকারকে দিতে হবে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মৌলবাদী-সাম্প্রদায়িক অপশক্তির উল্লম্ফন’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।শাহরিয়ার কবীর আরও বলেন, সরকারের কাছে বহুবার দাবি জানিয়েছি, জামায়াত-হেফাজতের মতো সংগঠনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ না করা হলে মুক্তিযুদ্ধের যাবতীয় অর্জন ধ্বংস হয়ে যাবে। সুপ্রিম কোর্টের ভাস্কর্য সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্যে  হেফাজত উল্লসিত হয়েছে। এরপর আমরা রাতের অন্ধকারে ভাস্কর্য অপসারণ ও পুনঃস্থাপন নাটক দেখেছি। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন অধ্যাপক অজয় রায়, বিচারপতি শামসুল হুদা, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, শিল্পী হাশেম খান, স্থপতি রবিউল হুসাইন ও আলমগীর সাত্তার বীরপ্রতীক। হেফাজত সম্পর্কে সরকারের বর্তমান অবস্থানের কথা উল্লেখ করে অন্য বক্তারা বলেন, এই যদি আমাদের সরকারের অবস্থান হয়, তাহলে আমি বলব হেফাজতের উন্মাদনা-সাম্প্রদায়িকতা এমন একটা পর্যায়ে যাবে যে, প্রধানমন্ত্রীকেও হিজাব পরিয়ে ছাড়বে।  সেটার জন্য আপনি প্রস্তুত হোন।

সর্বশেষ খবর