বৃহস্পতিবার, ৮ জুন, ২০১৭ ০০:০০ টা

ইউনূসের সমালোচনায় দীপু মনি

নিজস্ব প্রতিবেদক

ইউনূসের সমালোচনায় দীপু মনি

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি গতকাল জাতীয় সংসদে ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে বলেন, পশ্চিমা বিশ্ব কিছু কিছু দেশে তাদের আধিপত্য প্রতিষ্ঠার জন্য লোক খুঁজে বেড়ায়। আমাদের দেশেও কিছু মানুষ বসে থাকেন, যারা সেই তল্পিবাহক হবেন এবং দেশের স্বার্থ জলাঞ্জলি দেবেন। পশ্চিমা প্রভুদের তল্পিবাহকরা আর কেউ নয়, এরা নব্য মীরজাফর। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। ড. ইউনূসের বিষয়ে হিলারি ক্লিনটন কী ধরনের পদক্ষেপ নিয়েছিলেন সে বিষয়ে তাদের সিনেট কমিটি তদন্ত করছে বলে দীপু মনি উল্লেখ করেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশনের গতকালের বৈঠকে ২০১৭-১৮ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সর্বশেষ খবর