শুক্রবার, ৯ জুন, ২০১৭ ০০:০০ টা

রাহুল গান্ধী গ্রেফতারে উত্তেজনা

কলকাতা প্রতিনিধি

রাহুল গান্ধী গ্রেফতারে উত্তেজনা

কৃষক বিক্ষোভের জেরে রণক্ষেত্র হয়ে ওঠা ভারতের মধ্যপ্রদেশের মন্দসৌরে ঢোকার মুখেই গ্রেফতার হয়েছেন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী। বৃহস্পতিবার দুপুরের দিকে মন্দসৌরের আগেই নিমাচ এলাকায় রাহুলকে আটক করে মধ্যপ্রদেশের পুলিশ। পরে পুলিশ তাকে কোনো অজ্ঞাত স্থানে নিয়ে যায়। মঙ্গলবার মন্দসৌরের পিপলিয়ামন্ডিতে কৃষক বিক্ষোভ ভাঙতে গুলি চালায় পুলিশ। তাতে পাঁচ বিক্ষোভকারী নিহত হন। তার পর থেকেই গোটা মধ্যপ্রদেশে বিজেপির বিরুদ্ধে তীব্র বিক্ষোভ হয়েছে। নিহত কৃষকদের পরিজনদের সঙ্গে দেখা করতেই গতকাল মধ্যপ্রদেশে যান কংগ্রেস সহসভাপতি। কিন্তু পুলিশ তাকে মন্দসৌর পৌঁছতে দেয়নি। মন্দসৌর যাওয়ার জন্য রাহুল গতকাল সকালেই দিল্লি থেকে রওনা দেন। তিনি রাজস্থান হয়ে মধ্যপ্রদেশ ঢোকেন। পথে রাহুল গাঁন্ধী টুইট করে জানান, তার মন্দসৌর পৌঁছানো আটকাতে রাজস্থান ও মধ্যপ্রদেশ সরকার সক্রিয় হয়ে উঠেছে। মধ্যপ্রদেশ ঢোকার পর তিনি বাইকে চড়ে মন্দসৌরের দিকে যাত্রা করেছিলেন। কিন্তু নিমচের কাছে রাস্তায় ব্যারিকেড করে রেখেছিল পুলিশ। সেখানেই রাহুলকে থামানো হয় এবং গ্রেফতার করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। রাহুলকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তা পুলিশ জানায়নি। রাহুলের সঙ্গেই আটক করা হয় কংগ্রেস নেতা শচীন পাইলটকেও। রাজ্য পুলিশের তরফে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে, সহিংসতাকবলিত এলাকায় রাহুল গান্ধীকে কোনোমতেই যাওয়ার জন্য অনুমতি দেওয়া হবে না। মন্দসৌরের পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে থাকলেও মধ্যপ্রদেশের বিভিন্ন অংশে কিন্তু শিবরাজ সিংহ চৌহানের সরকারের বিরুদ্ধে কৃষক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। নিমচে পুলিশ রাহুল গান্ধীর পথ আটকেছে জেনেই সে এলাকায় পৌঁছানোর চেষ্টা করেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ, সিন্দওয়াড়ার কংগ্রেস সাংসদ কমলনাথ, প্রবীণ জেডিইউ নেতা শারদ যাদব। পুলিশ তাদেরও নিমচে পৌঁছতে দেয়নি বলে খবর।

সর্বশেষ খবর