রবিবার, ১১ জুন, ২০১৭ ০০:০০ টা

রাজনীতি নিয়ে প্রবাসে বিবাদ পছন্দ নয়

প্রতিদিন ডেস্ক

রাজনীতি নিয়ে প্রবাসে বিবাদ পছন্দ নয়

প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসনবিরোধী পদক্ষেপের পরিপ্রেক্ষিতে বাংলাদেশি কমিউনিটিতে সৃষ্ট উদ্বেগ-উৎকণ্ঠার প্রতি ইঙ্গিত করে বিএনপি নেতা ও অবিভক্ত ঢাকা সিটির সাবেক মেয়র সাদেক হোসেন খোকা বলেছেন, ‘একজনের বিপদে অন্য সবাই ঝাঁপিয়ে পড়ব এটাই হচ্ছে এ সময়ের করণীয়। এখন এই প্রবাসে বাংলাদেশের রাজনীতি নিয়ে বিবাদ-বিভক্তি হওয়া উচিত নয়। আমিও এমন  রাজনৈতিক বিবাদ পছন্দ করি না।’ খবর এনআরবির। বৃহস্পতিবার মুন্সীগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাদেক হোসেন খোকা। চিকিৎসার জন্য দুই বছরের বেশি সময় খোকা নিউইয়র্কে অবস্থান করছেন সপরিবারে। ইফতার মাহফিলের মঞ্চে খোকার একপাশে আওয়ামী লীগ, অন্য পাশে বিএনপি এবং সামনে আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টির নেতা বসেছিলেন। এমন দৃশ্যকে কমিউনিটির সম্প্রীতির অনন্য উদাহরণ হিসেবে অভিহিত করে খোকা বলেন, ‘পবিত্র এই রমজানের মাহাত্ম্যকে হৃদয়ে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে।’ তিনি সবার দোয়া চেয়ে বলেন, ‘এমন সুন্দর অনুষ্ঠানে যাতে বারবার আসতে পারি, সে দোয়া চাইছি।’ অনুষ্ঠানে অতিথি হিসেবে মঞ্চে উপবেশন ও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান ও আবদুর রহিম বাদশা, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি গিয়াস আহমেদ, জেপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব আলাউদ্দিন ভুলু প্রমুখ। আয়োজক সংগঠনের সভাপতি ও আওয়ামী লীগ নেতা মো. শাহাদৎ হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত এ আলোচনা সভার সমন্বয় করেন সেক্রেটারি আবদুল মতিন হাওলাদার।

সর্বশেষ খবর