মঙ্গলবার, ১৩ জুন, ২০১৭ ০০:০০ টা

পছন্দের পৃথিবী কল্পনা করে নিতে তরুণদের আহ্বান ড. ইউনূসের

নিজস্ব প্রতিবেদক

পছন্দের পৃথিবী কল্পনা করে নিতে তরুণদের আহ্বান ড. ইউনূসের

প্যারিসে অনুষ্ঠিত তরুণদের উৎসব ‘উই লাভ গ্রিন’-এ বক্তৃতা দিলেন শান্তিতে নোবেলজয়ী প্রফেসর   মুহাম্মদ ইউনূস। ১০ জুন অনুষ্ঠিত এ উৎসবে তরুণদের নিজেদের পৃথিবী নিজেদের কল্পনার মতো করে গড়ে তোলার চ্যালেঞ্জ নিতে আহ্বান জানান তিনি।

গতকাল রাজধানীর ইউনূস সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়। এতে বলা হয়, প্রায় ২৭ হাজার তরুণের এই বিশ্ব উৎসবে বিশেষভাবে আয়োজিত ‘থিঙ্কট্যাঙ্ক স্টেজ’-এ প্রফেসর ইউনূস শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন। এরপর প্রফেসর ইউনূস ভার্সাইতে ফ্রান্সের শীর্ষস্থানীয় ৭৫টি কোম্পানির নির্বাহী প্রধানদের উদ্দেশে বক্তৃতা দেন। বোস্টন কনসালটিং গ্রুপ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে তার বক্তব্যে প্রফেসর ইউনূস নিজের ‘তিন শূন্য’র ধারণা তুলে ধরেন এবং তা বাস্তবায়নে কোম্পানিগুলো কী ভূমিকা নিতে পারে তা ব্যাখ্যা করেন। এ ছাড়া প্রফেসর ইউনূস কানাডার বিশ্বখ্যাত অ্যাগ্রো-বিজনেস কোম্পানি ম্যাককেইন ও ইউনূস সোশ্যাল বিজনেস কর্তৃক মরক্কোতে প্রতিষ্ঠিত হতে যাওয়া যৌথ সামাজিক ব্যবসার উদ্যোগের চূড়ান্ত পর্যায়ের সভায় অংশগ্রহণ করেন। প্রফেসর ইউনূসের উপস্থিতিতে আগামী ২ নভেম্বর মরক্কোর ক্যাসাব্লাঙ্কায় এই সামাজিক ব্যবসার যৌথ উদ্যোগ চালু হতে যাচ্ছে।

সর্বশেষ খবর