বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭ ০০:০০ টা

ভ্যাটে আসছে বিপর্যয়

মাত্র ২৩ হাজার প্রতিষ্ঠানে ভ্যাট নিবন্ধন ৮ লাখের খবর নেই, জিনিসপত্রের দাম বাড়ছে প্রতিদিনই

রুহুল আমিন রাসেল

বাজেটে প্রস্তাবিত নতুন ভ্যাট আইনের প্রভাব পড়ছে বাজারে। এরই মধ্যে জিনিসপত্রের দাম বাড়তে শুরু করেছে। ১ জুলাই থেকে ঢালাওভাবে সব পণ্যের দাম বাড়বে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। কারণ সেদিন থেকেই নতুন অর্থবছরের বাজেট কার্যকর হবে।

শুধু নিত্যপ্রয়োজনীয় পণ্যে ভ্যাটের কারণে দাম বাড়বে তাই নয়, গ্যাস, বিদ্যুত্, বিকল্প জ্বালানি এলপি গ্যাস, নির্মাণ সরঞ্জাম সিমেন্ট, রডসহ মানুষের চাহিদা রয়েছে এমন প্রায় সব পণ্যে দাম বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এফবিসিসিআইর সাবেক প্রথম সহসভাপতি জসিম উদ্দিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নতুন হারে ভ্যাট আদায়ের কারণে সেবা খাতে পণ্যের দাম বাড়বে। ভ্যাট অব্যাহতি পাওয়া খাদ্যপণ্যের বাইরেও অনেক নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী আছে, সেগুলোর দাম বাড়বে। সেবা খাতের ৩৯টি পণ্যের দাম বাড়বে বলেও মনে করেন এই শীর্ষ ব্যবসায়ী নেতা। এই ভ্যাট আদায় প্রস্তুতিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিশাল ঘাটতি আছে বলেও অভিযোগ রয়েছে ব্যবসায়ীদের। প্রস্তুতি নিয়ে খোদ এনবিআরেও অসন্তোষ বাড়ছে বলে জানা গেছে। ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘নতুন ভ্যাট আইনে রেয়াত নিতে ব্যবসায়ীদের ১৬টি কাগজ জমা দিতে হবে। ছোট ব্যবসায়ীরা এত কাগজের হিসাব রাখতে পারবেন না। এ ছাড়া ভ্যাট নিয়ে ব্যবসায়ীদের প্রশিক্ষণও ঠিকমতো হয়নি। এ বিষয়ে এনবিআরের ভিডিও উপস্থাপন ছাড়া কিছুই দেখি না। আসলে নতুন আইনের আলোকে অনলাইনে ভ্যাট আদায়ে এনবিআরের প্রস্তুতিতে বিশাল ঘাটতি আছে। তাই ভ্যাট আইন প্রয়োগ করা সঠিক হবে না। ভ্যাট নিয়ে ব্যবসায়ীদের উদ্বেগের বিষয়টি প্রধানমন্ত্রী নিজেও বুঝতে পেরেছেন। প্রস্তাবিত বাজেটের আলোকে সব পণ্যে ১৫ শতাংশ হারে ভ্যাট আরোপ করে আগামী ১ জুলাই কার্যকর হবে নতুন ভ্যাট ও সম্পূরক শুল্ককর আইন, ২০১২। ফলে জুলাই মাসে আদায় হওয়া ভ্যাট ব্যবসায়ীরা হিসাব-নিকাশ করে সরকারি কোষাগারে জমা দিতে সময় পাবেন ৪৫ দিন। অর্থাত্ নতুন নিয়মে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যেই প্রথম দফায় ভ্যাটের রিটার্ন দাখিল করবেন ব্যবসায়ীরা। সে আলোকে এনবিআরের প্রস্তুতি নেওয়ার কথা থাকলেও তেমন বড় ধরনের কোনো প্রস্তুতি নেই বলে মনে করেন ব্যবসায়ীরা। তারা সরকারকে স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, বিএনপি ভ্যাট প্রথা চালু করে ক্ষমতা হারিয়েছিল। এটা থেকে সরকারের শিক্ষা নেওয়া উচিত। এনবিআরের সাম্প্রতিক এক পর্যালোচনাপত্রের তথ্যমতে, বর্তমানে ৮ লাখ ৬৪ হাজার প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধন আছে। এর মধ্যে রিটার্ন দাখিল করে মাত্র ৩৬ হাজার ৮৫৮টি প্রতিষ্ঠান বা ৪ দশমিক ২৭ শতাংশ। ২ জুন পর্যন্ত মাত্র ২৩ হাজার ৯টি প্রতিষ্ঠান অনলাইনে ব্যবসা শনাক্তকরণ নম্বর (বিআইএন) নিয়ে ভ্যাটের নিবন্ধন করেছে, যার মধ্যে পুনঃনিবন্ধন করেছে মাত্র ৯ হাজার ৭৬৮টি প্রতিষ্ঠান। সার্বিক বিবেচনায় ভ্যাটের নিবন্ধনকারী প্রতিষ্ঠানের এ সংখ্যা সন্তোষজনক নয় বলে মনে করে এনবিআর। অনলাইন পদ্ধতির মাধ্যমে করদাতাদের পুনঃনিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা না হলে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন, রাজস্ব আদায়সহ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিঘ্ন ঘটতে পারে। সে জন্য আগামী ১৫ জুনের মধ্যে বর্তমানে নিবন্ধন থাকা প্রতিষ্ঠানগুলোকে পুনঃনিবন্ধন করতে হবে। জসিম উদ্দিন বলেন, নতুন ভ্যাট আইনের প্রভাবে আসছে ২০১৭-১৮ অর্থবছরের শুরুতেই (জুলাই মাস) রাজস্ব আয়ে হোঁচট খাবে সরকার। নেমে আসবে ভয়াবহ বিপর্যয়। তার যুক্তি, অনলাইনে ভ্যাট আদায় তো দূরের কথা, এখনো অনলাইনে ভ্যাট রেজিস্ট্রেশন দিতে পারছে না এনবিআর। অনেক প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন করেনি। বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন ভ্যাটের প্রভাব সরকারকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, ১৯৯১ সালে দেশে ভ্যাট প্রথা চালু করে ’৯৬ সালে ক্ষমতা হারায় বিএনপি। তার মানে দাঁড়ায়, ভ্যাট আছে তো ভোট নেই। এটি থেকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগের শিক্ষা নেওয়া উচিত। তার আশঙ্কা, নতুন ভ্যাট আইনে ফাঁকি আরও বেশি হবে। বিপর্যয় হতে পারে আগামী সেপ্টেম্বরে নতুন নিয়মে অনলাইনে যখন প্রথমবার ব্যবসায়ীরা রিটার্ন দাখিল করবেন। ব্যবসায়ীরা বিভিন্ন যুক্তি তুলে ধরে বলেছেন, প্রস্তাবিত বাজেটের আলোকে জুলাই মাসজুড়ে আদায় হওয়া ভ্যাটের হিসাব-নিকাশ করে সরকারি কোষাগারে অর্থ জমা (ভ্যাটের রিটার্ন) দিতে সময় পাবেন ৪৫ দিন। বড় ব্যবসা-প্রতিষ্ঠানগুলোর হিসাবরক্ষকরা সহজেই জমা দিতে পারবেন এবং রেয়াতও পাবেন। কিন্তু ছোট ছোট ব্যবসায়ী, যাদের হিসাবরক্ষক রাখার সামর্থ্য নেই, তারা ১০০ টাকা ভ্যাট আদায় করে মাত্র ৩০ টাকা সরকারি কোষাগারে জমা দেবেন। এতেই সরকার বেশি ক্ষতিগ্রস্ত হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর