শনিবার, ১৭ জুন, ২০১৭ ০০:০০ টা

অস্তিত্ব সংকটে সংবাদপত্র শিল্প

কর-ভ্যাটের খড়গ

নিজস্ব প্রতিবেদক

রুগ্নদশায় থাকা সংবাদপত্র শিল্প নতুন করে অস্তিত্ব সংকটে পড়তে যাচ্ছে। উন্নত বিশ্বের দেশগুলো যেখানে সংবাদপত্র শিল্পকে বাঁচাতে নানা উদ্যোগ নিচ্ছে, সেখানে বাংলাদেশে উল্টো পথে হাঁটছে সরকার। আগামী ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে সংবাদপত্রের বিভিন্ন উপকরণ ও আয়ের ওপর বাড়তি শুল্ক-কর চাপানোর প্রস্তাব জটিল করেছে পরিস্থিতি। সংবাদপত্রের আয়ের অন্যতম খাত বিজ্ঞাপনের ওপর ৪ শতাংশ হারে অগ্রিম কর আগে থেকেই ছিল। এখন বিজ্ঞাপনের ওপর নতুন করে ১৫ শতাংশ হারে ভ্যাট আরোপসহ ছাপাখানায় ব্যবহূত নানা উপকরণের ওপর শুল্ক-কর ও ভ্যাট আরোপ করা হয়েছে। অথচ ইতিমধ্যে কয়েক দফায় বেড়েছে সংবাদপত্রের বিভিন্ন উপকরণের দাম, বেড়েছে বিদ্যুতের দাম ও সাংবাদিকদের বেতন-ভাতা। ফলে সংবাদপত্রের উৎপাদন ব্যয় অনেক বেড়েছে, কিন্তু বাড়েনি আয়। উল্টো কমেছে সরকারি-বেসরকারি বিজ্ঞাপন থেকে আয়ের সুযোগ। এমন পরিস্থিতিতে নতুন কর-ভ্যাট সংবাদপত্র শিল্পের টিকে থাকাই মুশকিল হয়ে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, রাষ্ট্রের বিকাশের প্রয়োজনে উন্নত বিশ্বের দেশগুলোর অনুকরণে বাংলাদেশেও সংবাদপত্র শিল্পকে বাঁচাতে বাস্তবমুখী সিদ্ধান্ত নিতে হবে।

সর্বশেষ খবর