রবিবার, ১৮ জুন, ২০১৭ ০০:০০ টা

গোটা দেশ আজ বিপর্যস্ত

নিজস্ব প্রতিবেদক

গোটা দেশ আজ বিপর্যস্ত

জাতীয় পার্টির চেয়ারম্যান  হুসেইন মুহম্মহ এরশাদ বলেছেন, গোটা দেশ আজ বিপর্যস্ত। পত্রিকার পাতা খুললেই খুন আর গুম। আবগারি শুল্ক মানুষের ঘুম হারাম করে দিয়েছে। মানুষের দুঃখ দুর্দশা নিয়ে সরকারের মাথাব্যাথা নেই। আমরা জোট করেছি মানুষের দুঃখ লাঘবের জন্য। আগামীতে সম্মিলিত জাতীয় জোটের নেতৃত্বে সরকার গঠন করে দেশে শান্তি প্রতিষ্ঠা করব, ইনশাল্লাহ। গতকাল রাজধানীর একটি রেস্টুরেন্টে জোটের শরিক দল বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ) আয়োজিত ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিএনএ চেয়ারম্যান সেকেন্দার আলী মনির সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনএ জোটের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর হোসেন, মুস্তাফিজুর রহমান, জাপার প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, ক্বারী হাবিবুল্লাহ বেলালী, নোমান মিয়া প্রমুখ। এইচ এম এরশাদ বলেন, বাজেট বড় কিন্তু ব্যাংক লুটের কথা নেই। বাংলাদেশ ব্যাংক থেকে ইতিমধ্যে অনেক টাকা লুট হয়েছে। কিন্তু জড়িতদের নাম প্রকাশ করা হয়নি। এ বাজেট পাসের সময় এসব বিষয়ে বিবেচনা করা হবে। তিনি বলেন, দেশের দুরবস্থা দূরীকরণে সম্মিলিত জাতীয় জোট অবদান রাখবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর