রবিবার, ১৮ জুন, ২০১৭ ০০:০০ টা

বড় সুযোগ হাতছাড়া করেছি

ক্রীড়া প্রতিবেদক

বড় সুযোগ হাতছাড়া করেছি

আরেকটু ভালো খেললেই হয়তো প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলত বাংলাদেশ। সুযোগও ছিল। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি টাইগাররা। তাই সেমিফাইনালে ভারতের কাছে হেরেছেন ৯ উইকেটের বড় ব্যবধানে। হারের এমন ব্যবধানে হতাশাই ঝরেছে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার কণ্ঠে। ৫০ দিনের ইংল্যান্ড জার্নি শেষে দেশে ফিরে গতকাল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিডিয়ার মুখোমুখিতে মাশরাফি বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলা অনেক বড় বিষয়। তবে সেমিফাইনালে আরও ভালো করার সুযোগ ছিল। সুযোগটি হাতছাড়া হওয়ায় খারাপ লাগছে।’ সেমিফাইনালে ভারতের বিপক্ষে ২৬৪ রান করেছিল বাংলাদেশ। সেটা ১ উইকেট হারিয়ে জিতে যায় ভারত। টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশ ৩০৫ রান করে হেরে যায় ইংল্যান্ডের কাছে। বৃষ্টিভাগ্যে ১ পয়েন্ট পায় বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া থেকে। লিগের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদের জোড়া সেঞ্চুরিতে হারায় ৫ উইকেটে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলতে না পারলেও র্যাংকিংয়ে বাংলাদেশ এখন ৬ নম্বরে। পয়েন্ট ৯৪।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর