শিরোনাম
সোমবার, ১৯ জুন, ২০১৭ ০০:০০ টা
তোফায়েলের ইঙ্গিত

প্রধানমন্ত্রী ভ্যাট-ট্যাক্সে পরিবর্তন আনবেন

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তাবিত বাজেটে ভ্যাট ও ট্যাক্সে পরিবর্তন আনবেন বলে ইঙ্গিত দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, এমন বাজেট পাস করা হবে না, যাতে দেশের মানুষ কষ্ট পায়। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের জন্য কাজ করে যাচ্ছে। দেশের মানুষের কল্যাণে প্রধানমন্ত্রী সবকিছু করবেন। গতকাল ঢাকায় কৃষিবিদ ইনস্টিটিউটের থ্রি-ডি সেমিনার হলে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি আয়োজিত বাজেট উত্তর সেমিনারে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। প্রস্তাবিত বাজেটে ১৫ শতাংশ ভ্যাট আরোপ ও ব্যাংকের আমানতের ওপর আবগারি শুল্ক বাড়ানোর বিষয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। ভ্যাটের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ সব জিনিসের দাম বেড়ে যাবে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। আর আবগারি শুল্ক বাড়ানোর প্রস্তাবে ব্যাংকের আমানত কমে যাবে বলে মনে করছেন ব্যাংকাররা। বাণিজ্যমন্ত্রী বলেন, ভ্যাট ও ট্যাক্স নিয়ে জাতীয় সংসদে এবং বাইরে আলোচনা হচ্ছে। বাজেট পাস হওয়ার পর আর কোনো আলোচনা থাকবে না। ভ্যাট এবং ট্যাক্স সহনীয় পর্যায়ে বাস্তবসম্মত হবে। জাতীয় সংসদে বাজেট আলোচনায় সংসদনেতা প্রধানমন্ত্রীর বক্তৃতায় তা স্পষ্ট হবে। চালের দাম বৃদ্ধিকে কৃত্রিম ও সাময়িক সংকট হিসেবে অভিহিত করে তোফায়েল আহমেদ বলেন, বাজারে চালের অভাব নেই। পরিস্থিতি মোকাবিলায় সরকার আড়াই লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। আরও ৬ লাখ মেট্রিক টন চাল আমদানির টেন্ডার আহ্বান করা হচ্ছে। চালের শুল্ক নিয়ে মন্ত্রী বলেন, চাল আমদানির ওপর ১০ ভাগ হারে আমদানি শুল্ক ছিল। দেশের কৃষকদের সুরক্ষার জন্য আরও ১৫ ভাগ শুল্ক আরোপ করা হয়েছে। অল্প সময়ের মধ্যেই এ সমস্যার সমাধান হবে। বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি এবং পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলমের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট অ্যান্ড পোভার্টি স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান কাজল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক খাদ্যমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কৃষিবিদ ড. আবদুর রাজ্জাক, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কৃষিবিদ আবদুল মান্নান।

সর্বশেষ খবর