সোমবার, ১৯ জুন, ২০১৭ ০০:০০ টা

অস্থিরতা নিরসনে সরকারের উদ্যোগ নেই

নিজস্ব প্রতিবেদক

অস্থিরতা নিরসনে সরকারের উদ্যোগ নেই

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, সরকার জনগণের ত্রাহি অবস্থা, উদ্বেগ-উৎকণ্ঠা, সামাজিক অস্থিরতা ও নৈরাজ্য নিরসনে কোনো উদ্যোগ নিচ্ছে না। বরং সমস্যা-সংকটকে অনুধাবন না করে আরও প্রকট করে তুলছে। তিনি বলেন, ধানের দেশে এখন ভাতের অভাব। এ সরকার এক সময় বলেছিল ১০ টাকায় চাল খাওয়াবে, দেশে এখন মোটা চালের কেজি ৬০ টাকা। গতকাল জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে জেএসডির উদ্যোগে ২০১৭-১৮ অর্থবছরের বাজেটের ওপর আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রব বলেন, দেশে একটি দুর্ভিক্ষের হাতছানি দেখতে পাচ্ছি। আমার বক্তব্যকে যেন সরকার নেতিবাচকভাবে না নেয়। দেশে ’৭৪-এর মতো আরও যেন একটি দুর্ভিক্ষ দেখা না দেয়, সে জন্য সরকারকে কার্যকর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন বলেন, প্রস্তাবিত বাজেটের ঘাটতি বাজেটের প্রায় এক-চতুর্থাংশ ১ লাখ ১২ হাজার কোটি টাকা। এই বাজেটে অপ্রয়োজনীয় বিদেশি ঋণের পরিমাণ ২৫ হাজার কোটি টাকা। তিনি আরও বলেন, বিশাল বাজেটে এবং শুধু সরকারি খাতে বিনিয়োগের ফলে কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা খুবই কম। বাজেটে নিজস্ব উন্নয়ন নেই, অবনতি আছে।

সর্বশেষ খবর