Bangladesh Pratidin

ঢাকা, শনিবার, ১৯ আগস্ট, ২০১৭

ঢাকা, শনিবার, ১৯ আগস্ট, ২০১৭
প্রকাশ : মঙ্গলবার, ২০ জুন, ২০১৭ ০০:০০ টা আপলোড : ১৯ জুন, ২০১৭ ২৩:১১
খোঁজ নেওয়া হচ্ছে বিএনপিকে অর্থায়নকারীদের
নিজস্ব প্রতিবেদক

বিএনপিকে অর্থায়নকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের খোঁজ-খবর রাখছে সরকারের বিভিন্ন সংস্থা। সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যবসা-বাণিজ্যে সম্পৃক্ত একাধিক ব্যক্তির সন্ধ্যান পাওয়া গেছে যারা ঢাকা ও লন্ডনে বিএনপির গুরুত্বপূর্ণ পর্যায়ে অর্থায়ন করছেন দীর্ঘদিন থেকে।

এ নিয়ে সরকারের নীতিনির্ধারণী মহলেও কথা হচ্ছে।

জানা গেছে, দেশে জ্বালাও পোড়াও আন্দোলনের সময় থেকে এ বিষয়ে প্রথম খোঁজ নেওয়া শুরু করে। সরকার সর্বোচ্চ পর্যায় থেকে এ ব্যাপারে নজর রাখা হচ্ছে। একাধিক সংস্থাকেও তখন দায়িত্ব দেওয়া হয়েছিল। এরই ভিত্তিতে এখনো বিভিন্ন সংস্থা কাজ করে চলেছে। কিন্তু এমন কিছু মানুষের নাম বিএনপিকে সহায়ক হিসেবে পাওয়া যাচ্ছে তাতে অপার বিস্ময় সৃষ্টি হয়েছে সরকারের ভিতরেই।

এই পাতার আরো খবর
up-arrow