মঙ্গলবার, ২০ জুন, ২০১৭ ০০:০০ টা

ভারতের রাষ্ট্রপতি পদে বিজেপির প্রার্থী রাম নাথ

কলকাতা প্রতিনিধি

ভারতের রাষ্ট্রপতি পদে বিজেপির প্রার্থী রাম নাথ

ভারতের বিজেপি নেতৃত্বাধীন ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) বিহার রাজ্যের গভর্নর রাম নাথ কোবিন্দকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বাছাই করেছে। বিজেপির প্রেসিডেন্ট অমিত শাহ গতকাল দলটির সংসদীয় বোর্ডের এক সভা শেষে একথা জানান। আগামী ২৩ জুন কোবিন্দের মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে। তবে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কে হচ্ছেন এ নিয়ে এখনো আলোচনা হয়নি বলে অমিত শাহ জানান। আগামী ১৭ জুলাই ভারতের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। চলতি মাসের ২৯ তারিখ প্রেসিডেন্ট প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। বিজেপি প্রেসিডেন্ট জানান, এনডিএর প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কোবিন্দকে বাছাইয়ের বিষয়টি বিরোধীদল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ব্যাপারে তাদের সঙ্গে কথা বলেছেন। ১৯৪৫ সালের ১ অক্টোবর উত্তরপ্রদেশের কানপুরের দেহাতে জন্মগ্রহণ করেন রাম নাথ কোবিন্দ। কানপুর বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক লাভের পর আইন নিয়েও স্নাতক করেন তিনি। উত্তরপ্রদেশ থেকে ১৯৯৪-২০০০ এবং ২০০০-২০০৬ পর্যন্ত দুই দফায় রাজ্যসভার সাংসদ ছিলেন রাম নাথ। ১৯৯৮-২০০২ সাল পর্যন্ত বিজেপির দলিত মোর্চার সভাপতির পদ সামলেছেন। এক সময়ে বিজেপির জাতীয় মুখপাত্রও ছিলেন তিনি। পেশায় আইনজীবী দীর্ঘদিন ধরে দিল্লিতে আইন পেশা চালিয়েছেন রাম নাথ। ২০১৫ সালের ৮ আগস্ট তিনি বিহারের রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। রাষ্ট্রপতি পদে এনডিএর প্রার্থী কে হবেন তা নিয়ে বহুদিন ধরেই জল্পনা ছিল। এক সময়ে দক্ষিণের সুপারস্টার রজনীকান্তের নামও উঠে আসে। শোনা গিয়েছিল বর্তমান পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, কেন্দ্রের তথ্যসম্প্রচার মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু, ঝাড়খন্ডের রাজ্যপাল দ্রৌপদী মুর্মুর নামও। কিন্তু সব জল্পনাকে সরিয়ে বিহারের রাজ্যপাল রাম নাথের নাম উঠে এল।

দলিত সম্প্রদায় থেকে আসার জন্য তাকে বিরোধীরাও সমর্থন করবে বলে আশা করছে বিজেপি। তাদের অভিমত এনডিএ-এর প্রার্থীকে বিরোধী শিবির থেকে সমর্থন না করলেও রাষ্ট্রপতি পদে নিজেদের মনোনীত প্রার্থীকে জিতিয়ে আনতে প্রয়োজনীয় সংখ্যা তাদের আছে। সেক্ষেত্রে বাইরের কোনো সমর্থন তাদের দরকার নেই। তবে এনডিএ-এর তরফে ঘোষিত দলিত সম্প্রদায়ের এই প্রার্থীকে বিরোধী শিবিরের থেকেও সমর্থন পাবে বলেই মনে করা হচ্ছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার থেকে শুরু করে রাষ্ট্রীয় জনতা দল প্রধান লালু প্রসাদ যাদব, বহুজন সমাজ পার্টি প্রধান মায়াবতী, সমাজবাদী পার্টির মুলায়ম সিং যাদব-রাজনৈতিক সমীকরণের দিক থেকে এদের প্রত্যেকের কাছেই রাম নাথের মতো দলিত নেতার বিরোধিতা করা খুবই কঠিন। উল্লেখ্য, আগামী ১৭ জুলাই হবে রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ, সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ পর্ব। ২০ জুলাই ভোট গণনা।

সর্বশেষ খবর