মঙ্গলবার, ২০ জুন, ২০১৭ ০০:০০ টা

আবাসনে ১৫% ভ্যাটবিরোধী বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আবাসনে ১৫% ভ্যাটবিরোধী বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘হাউজিং সেক্টরে ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে। এটা হলে আবাসন ভবনের দাম বেড়ে যাবে। আমরা চাইছি এটা প্রত্যাহার করা হোক।’ এ সময় আবাসন খাতে ১৫ শতাংশ ভ্যাট আরোপ না করার দাবি জানান তিনি। গতকাল সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় এসব বলেন প্রতিমন্ত্রী।

নসরুল হামিদ বলেন, বাজেটে এলপিজি ও এলএনজির ওপর প্রস্তাবিত ভ্যাট ও সম্পূরক কর প্রত্যাহার করা না হলে তা ক্রয়ক্ষমতার বাইরে চলে যাবে। এ ছাড়া ১৫ শতাংশ ভ্যাটের কারণে বিদ্যুৎ বিল ৭ শতাংশ বেড়ে যাবে। চলমান বিদ্যুৎ সমস্যার সমাধান প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী সেপ্টেম্বর থেকে মার্চের মধ্যে বিদ্যুৎ সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারব।’ সংসদে উপস্থিত অন্যদের উদ্দেশে তিনি বলেন, ‘নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এ মুহৃর্তে পাবেন না। তা পেতে হলে আরও অনেক দূর যেতে হবে। ট্র্যাডিশনাল মেথডে বিদ্যুৎ বিভাগ চলবে না।’

সর্বশেষ খবর