বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭ ০০:০০ টা

বিএনপির মুখে গুমের কথা হাস্যকর

গাজীপুর প্রতিনিধি

বিএনপির মুখে গুমের কথা হাস্যকর

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির আমলে আমাদের একুশ হাজার নেতা-কর্মীর রক্তের দাগ বেগম খালেদা জিয়া ও তার নেতাদের হাতে আছে। সেই দাগ এখনো শুকায়নি। কে গুপ্তহত্যা বাংলাদেশে শুরু করেছে। আমাদের অনেক নেতা-কর্মীর পরিবার আজ পর্যন্ত তাদের লোকজনকে খুঁঁজে বেড়ায়। তাদের ছেলেসন্তানকে খুঁজে    বেড়ায়। খুঁজে পায় না। রক্তে রক্তে বাংলাদেশ রক্তনদী হয়ে গিয়েছিল বিএনপির আমলে। খুনে খুনে খুনের দরিয়া হয়ে গিয়েছিল বাংলাদেশ। তারা আবার গুম-খুনের কথা বলে। তাদের মুখে এটা শোভা পায় না। তাদের মুখে এটা হাস্যকর।’ গতকাল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় মহাসড়কের যানজট পরিস্থিতি ও রাস্তা সংস্কার কাজ পরিদর্শন এবং হাইওয়ে পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ উদ্বোধনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় ওবায়দুল কাদের বিএনপির যুগ্ম-মহাসিচব রিজভীর বক্তব্য প্রসঙ্গে বলেন, ‘ওনার (রিজভী) কাজই হচ্ছে ওখানে বসে বসে মিথ্যাচার করা। ওই জন্যই তাকে ওইখানে নিয়োজিত করা হয়েছে। হি ইজ এ প্যাথলজিক্যাল লায়ার।’ তিনি আশা প্রকাশ করে বলেন, ‘ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে আমরা যে প্রয়াস চালিয়ে যাচ্ছি, খুব বেশি প্রাকৃতিক দুর্যোগ না হলে ঘরমুখো মানুষকে স্বস্তি দিতে পারব। জনদুর্ভোগটা সহনীয় মাত্রায় রাখতে পারব। সে রকম প্রস্তুতি আমরা নিয়েছি।’ সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে মন্ত্রী মালিক-শ্রমিকদের উদ্দেশে বলেন, ‘উল্টোপথে গাড়ি চলাচল যেন না করে, সে ব্যাপারে আপনারা সজাগ থাকবেন। ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করতে হবে।’ সড়ক ও জনপথ বিভাগের ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান, হাইওয়ে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মো. আতিকুল ইসলাম, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ডি এ কে এম নাহীন রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে কর্তব্যে অবহেলার জন্য গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ডি. এ কে এম নাহীন রেজা  ও মানিকগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মহিবুল হককে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের।

সর্বশেষ খবর