শুক্রবার, ২৩ জুন, ২০১৭ ০০:০০ টা

সংবাদপত্রের ভ্যাট প্রত্যাহার করুন

নিজস্ব প্রতিবেদক

সংবাদপত্রের ভ্যাট প্রত্যাহার করুন

সংবাদপত্র শিল্পের ওপর থেকে ভ্যাট প্রত্যাহারের আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দেশের গণমাধ্যমের বিকাশের ধারা অব্যাহত রাখার স্বার্থে প্রস্তাবিত বাজেটে সংবাদপত্র শিল্পের ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করুন। একই সঙ্গে ব্যাংকের আবগারি শুল্কের ক্ষেত্রে পূর্বের অবস্থা বহাল না করে ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক আমানত আবগারি শুল্কমুক্ত রাখার প্রস্তাব   করেন তিনি। পাশাপাশি সঞ্চয়পত্রের সুদের হার পুনর্বিবেচনারও আহ্বান জানান তথ্যমন্ত্রী। গতকাল সংসদ অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট আলোচনায় অংশ নিয়ে তথ্যমন্ত্রী এসব আহ্বান জানান। তথ্যমন্ত্রী অর্থমন্ত্রীর সফলতার প্রশংসা করে বলেন, প্রস্তাবিত বাজেটে মানবসম্পদ উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যার সুদূর প্রসারী প্রভাব পড়বে। ২০০৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত বাজেটে দারিদ্র্য কমেছে, মধ্যবিত্তের সংখ্যা বেড়েছে, লাখপতি ও কোটিপতির সংখ্যা বেড়েছে, মাথাপিছু আয় এখন ১ হাজার ৬০২ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। পাশাপাশি বাজেটের দুর্বলতার বিষয়গুলো উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, কৃষি রাজস্ব কম হচ্ছে, সমবায় অবহেলিত, হাওরের গুরুত্ব দিলেও চরাঞ্চল, বিল ও পাহাড়ের গুরুত্ব একটু কম দেওয়া হচ্ছে। তথ্যমন্ত্রী বলেন, ব্যাংকের লুটপাট অব্যাহত রয়েছে, দুর্নীতির সিন্ডিকেট সক্রিয় রয়েছে। দেশের অর্থনীতিকে এগোতে হলে দরকার হবে সুশাসন। সুশাসন থাকলে ব্যক্তি খাতে বিনিয়োগ বেড়ে যাবে। আর ব্যক্তি খাতে বিনিয়োগ বাড়লে দেশের অর্থনীতি আরেক ধাপ এগিয়ে যাবে। প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশে সুশাসন নিশ্চিত করবেন। এটা দুর্নীতি কমাবে, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াবে।

৭ বছরে ৭ শতাধিক পত্রিকার নিবন্ধন : এর আগে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে এমপিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তথ্যমন্ত্রী। বজলুল হক হারুনের (ঝালকাঠি-১) প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানান, গত সাত বছরে সাত শতাধিক পত্রিকার নিবন্ধন প্রদান করা হয়েছে। এ ছাড়া ৩১টি স্যাটেলাইট চ্যানেল, ২৪টি এফএম বেতার এবং ৩২টি কমিউনিটি রেডিওর অনুমোদন দেওয়া হয়েছে। এ সময় ইলেকট্রনিক মিডিয়ার জন্য একটি দায়বদ্ধ ‘সম্প্রচার কমিশন’ গঠনের লক্ষ্যে প্রস্তাবিত ‘সম্প্রচার আইন’ এর কথা উল্লেখ করেন মন্ত্রী। তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে দুস্থ ও অসুস্থ সাংবাদিকদের অনুকূলে বিগত পাঁচ বছরে ৮১৯ জনকে ৫ কোটি ২০ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর