শনিবার, ২৪ জুন, ২০১৭ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় প্রকৌশলীসহ ৯ জন নিহত

প্রতিদিন ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলীসহ নয়জন নিহত হয়েছে। এদের মধ্যে সাভারে একজন, রাজশাহীতে একজন, বগুড়ায় পাঁচজন, কুষ্টিয়ায় একজন ও গোপালগঞ্জে একজন নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— সাভার : ঢাকার সাভারের আশুলিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক প্রকৌশলী নিহত হয়েছেন। ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর এলাকার সেনা অডিটরিয়ামের সামনে গতকাল বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে আশুলিয়া থানার এসআই নাহিদ হাসান জানান। নিহত ইমরান হোসেন সোহাগ (৪০) র্যাংগস গ্রুপের প্রতিষ্ঠান র‍্যামকন ডেভেলপমেন্টে কর্মরত। তার বাড়ি রাজবাড়ী জেলায়। এসআই নাহিদ বলেন, মোটরসাইকেলে করে ঢাকা থেকে রাজবাড়ী যাচ্ছিলেন ইমরান। পথে দ্রুতগতির একটি বাস পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই ইমরানের মৃত্যু হয়। স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার ও বাসটি আটক করে। রাজশাহী : মোহনপুরে সড়ক দুর্ঘটনায় রাজশাহীর সায়েন্স ল্যাবরেটরির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিহত হয়েছেন। তার নাম ড. মুনসুর রহমান। গতকাল ভোর সাড়ে ৫টার দিকে মোহনপুর উপজেলার বিদ্যাধরপুরের তালিতলা সেতু এলাকার রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেট কারযোগে রাজশাহী থেকে নওগাঁর দিকে যাচ্ছিলেন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুনসুর রহমান। প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হন মুনসুর আলী। পরে তাকে তার গাড়িচালক সরিয়ত হোসেন উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তবে কর্তব্যরত চিকিৎসকরা মুনসুর রহমানকে মৃত ঘোষণা করেন। মুনসুর রহমানের গাড়িচালক সরিয়ত হোসেন জানান, জাকাতের কাপড় বিতরণ করতে মুনসুর রহমান বেশকিছু কাপড় গাড়িতে করে নিয়ে যাচ্ছিলেন তার গ্রামের বাড়ি নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায়। তার বাবার নাম আক্কেল আলী। বগুড়া : গতকাল বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। নিহদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন— বাসের হেলপার প্রকাশ (২৫) ও ভ্যানচালক অনিল চন্দ্র (৪০)। এরমধ্যে দুপুরে বগুড়া-ঢাকা মহাসড়কে বগুড়ার শেরপুর উপজেলার হাজিপুর এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়। এদের মধ্যে দুজন নারী রয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়। পুলিশ জানায়, এইচ এন নামে একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। দুপুর ২টার দিকে হাজীপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন মারা যায়। অপর দিকে ভোরে বগুড়া-রংপুর মহাসড়কে বগুড়া সদরের নওদাপাড়া এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের হেলপার প্রকাশ মারা যায়। নিহত হেলপার শেরপুর উপজেলার সোহাগের ছেলে বলে জানিয়েছেন ট্রাফিক ইন্সপেক্টর বিকর্ণ চৌধুরী। বালু বোঝাই ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। গোপালগঞ্জ : ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুরের চর প্রসন্নদী নামক স্থানে গতকাল সকালে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত ও স্ত্রী আহত হয়েছে। তাদের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপায় বলে জানা গেছে। তারা ইঞ্জিনচালিত একটি নতুন থ্রি-হুইলার গাড়ি কিনে নিয়ে বাড়িতে যাওয়ার পথে ভোরে ঘটনাস্থলে দুর্ঘটনায় পড়ে। তাদের গাড়িটি রাস্তার খাদে পড়ে যায়। ধারণা করা হচ্ছে, পেছন থেকে হয়তো কোনো দ্রুতগামী গাড়ি তাদের গাড়িটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই গাড়ির চালক স্বামী নুরুল ইসলাম (৩০) নিহত হয় এবং স্ত্রী নুরুন্নাহার (২২) মারাত্মক আহত হয়। আহত নুরুন্নাহারকে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় আবদুস সাত্তার নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে কুষ্টিয়া মেহেরপুর সড়কের উপজেলার কচুবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, গাংনী থেকে ছাগল বোঝাই একটি নসিমন মিরপুর আসছিল। পথে নসিমনের চাকা খুলে উল্টে গেলে যাত্রী মিরপুরের মাংস ব্যবসায়ী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

সর্বশেষ খবর