শনিবার, ২৪ জুন, ২০১৭ ০০:০০ টা

পাকিস্তানে আত্মঘাতী বোমা ও বিস্ফোরণে নিহত ২৮

প্রতিদিন ডেস্ক

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় আত্মঘাতী বোমা হামলা এবং কুররাম এজেন্সির পারাচিনারে দুটি বিস্ফোরণে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে কোয়েটায় এক শক্তিশালী আত্মঘাতী বোমা হামলায় ৭ পুলিশসহ কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ২০ জন। শহরটির গুলিস্তান রোড এলাকায় গতকাল সকালে এ ঘটনা ঘটে। হামলার দায় তাত্ক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। তবে প্রাদেশিক সরকারের মুখপাত্র আনোয়ারুল হক কাকার এজন্য ভারতকে দায়ী করেছেন। যদিও এমন দাবির পক্ষে কোনো প্রমাণ তিনি দিতে পারেননি। ডন নিউজের খবরে বলা হয়, পুলিশের মহাপরিদর্শক এহসান মেহবুবের দফতরের নিকটে বোমা হামলার এ ঘটনা ঘটে। হামলার পরপরই কোয়েটাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আহতদের স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ঘটনার পরপরই নিরাপত্তাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সেটি ঘিরে রেখেছেন। হামলার প্রাথমিক তদন্ত শুরু হয়েছে বলে ডনের খবরে বলা হয়।  পুলিশের মুখপাত্র শাহজাদা ফরহাত জানিয়েছেন, বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে তা শহরজুড়ে শোনা গেছে। এর প্রভাবে পার্শ্ববর্তী ভবনগুলোর কাচ ভেঙে চুরমার হয়ে গেছে। ঘটনাস্থলের ভিডিও ফুটেজে বেশকিছু ক্ষতিগ্রস্ত গাড়ি দেখা যায়। সিভিল ডিফেন্সবিষয়ক মহাপরিচালক মোহাম্মদ আসলাম তারিন বলেন, আত্মঘাতী ওই হামলায় প্রায় ৭৫ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে।

পুলিশের উপ-মহাপরিদর্শক আবদুল রাজ্জাক চীমা গণমাধ্যমকে জানান, হামলায় কাদের টার্গেট করা হয়েছে তা এখনো নির্ণয় করা হয়নি। তিনি বলেন, ‘গুলিস্তান সড়কে প্রচুর সংখ্যক যানবাহন চলাচল করে। তবে হামলা ব্যস্ততম সময়ে সংঘটিত হয়নি। তাই এতে কাদের লক্ষ্যবস্তু করা হয়েছে এ ব্যাপারে আমরা নিশ্চিত নয়।’

প্রাদেশিক সরকারের মুখপাত্র আনোয়ারুল হক কাকার বলেন, একটি চলন্ত গাড়িতে বোমাটি পুঁতে রাখা হয়েছিল। সাম্প্রতিক সময়ে বেলুচিস্তান প্রদেশ বেশকিছু নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। প্রদেশটির বিভিন্ন স্থানে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। গত মে মাসে গোয়াদার অঞ্চলের একটি নির্মাণাধীন সাইটে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ১০ শ্রমিক নিহত হন।

এদিকে, দেশটির কুররাম এজেন্সির পারাচিনার এলাকায় একই দিন পরপর দুটি বিস্ফোরণে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১০০ জন। ঘনবসতিপূর্ণ তাল আদ্দা এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় প্রশাসনের বরাতে ডন নিউজ জানায়। সেখানে একটি বাজার ও একটি বাস টার্মিনাল রয়েছে। ঈদুল ফিতর সামনে রেখে কেনাকাটায় ব্যস্ত লোকজন এবং শহরটি ছেড়ে নিজ নিজ এলাকাগামী লোকদের লক্ষ্য করে এ হামলা চালানো হয় স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। এপি, ডন অনলাইন

সর্বশেষ খবর